Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাপুটে জয়ে টেবিলের দুই নম্বরে উঠে বসল রংপুর

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৩৬ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৪৪

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ১৩২ রানের জবাব দিতে নেমে নাঈম শেখ ও রনি তালুকদার শুরুটা এনে দিয়েছিলেন দুর্দান্ত। পরে মিডল অর্ডারে রহমতউল্লাহ গুলবাজ খেলেছেন কার্যকারী এক ইনিংস। যাতে চার ওভার হাতে রেখেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে রংপুর রাইডার্স।

এই জয়ে নবম বিপিএলের পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে বসল রংপুর। প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকতে পারলে ফাইনালে যাওয়ার সুযোগ মিলবে দু’বার। কিন্তু কোন দুই দল সেরা দুইয়ে থাকবে সে হিসেবে ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে। খুলনা টাইগার্সের বিপক্ষে আজ নিজেদের শেষ ম্যাচ জিতে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স। মাশরাফির দলের সেরা দুই দলের একটি হওয়া অনেকটাই নিশ্চিত। তবে অপর কোন দল সেরা দুইয়ে থাকবে তা এখনো নির্ধারণ হয়নি।

বিজ্ঞাপন

আজ নিজেদের ১১তম ম্যাচে অষ্টম জয় পাওয়া রংপুরের পয়েন্ট হলো ১৬। টেবিলের তিন নম্বরে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পয়েন্টও ১৬। এই দুই দলের শেষ ম্যাচে নির্ধারণ হবে কারা থাকতে পারবেন টেবিলের সেরা দুইয়ে। সেরা দুইয়ের লড়াইয়ে টিকে থাকতে হলে আজ জিততেই হতো রংপুরকে। এমন ম্যাচে রংপুর খেললও দাপুটে ক্রিকেট।

বুধবার (৮ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে বোলিং করে চট্টগ্রামকে ১৩২ রানেই আটকে রাখে রংপুর। পরে জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে ৩৮ রান তোলেন দলটির দুই ওপেনার রনি তালুকদার ও নাঈম শেখ। মাত্র ১২ বলে ৩টি চার ১টি ছয়ে ২০ রান করে ফেরেন নাঈম। অপর ওপেনার রনি তালুকদার ২৭ বলে করেছেন ২৮ রান।

এই দুজনের বিদায়ের পর দাপুটে এক ইনিংস খেলেছেন রংপুরের আফগান ব্যাটার রহমতউল্লাহ গুলবাজ। তিনে নেমে ৩০ বলে ৭টি চার ১টি ছয়ে ৪৬ রান করে দলীয় ১০৬ রানের মাথায় ফিরেছেন তিনি। টম কোহলারকে নিয়ে বাকি কাজটুকু সেরেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান।

বিজ্ঞাপন

১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলে ফেলে রংপুর। ১৫ বলে ২০ রানে অপরাজিত ছিলেন টম কোহলার। সোহান ১৩ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন। চট্টগ্রামের হয়ে নিহাদুজ্জামান ২৪ রানে দুটি উইকেট নিয়েছেন।

এর আগে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স দেখিয়েছেন রংপুরের বোলাররা। আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ধুঁকেছে চট্টগ্রাম। ম্যাচে চট্টগ্রামের ব্যাটিংয়েও খুব একটা তোড়জোড় দেখা গেল না! ১৭ রানের মধ্যে বিদেশি দুই ওপেনারকে হারায় দলটি।

তাদের পথ ধরে একে একে মেহেদি মারুফ, আফিফ হোসেন ধ্রুব ও কর্টিস ক্যাম্পারও যখন ফিরলেন চট্টগ্রামের রান তখন কেবলই ৫৯। বন্দরনগরীর দলটি একশ পর্যন্ত যেতে পারবে কিনা তখন সেই শঙ্কাও দেখা যাচ্ছিল। তৌফিক খানকে নিয়ে অভিজ্ঞ জিয়াউর হাল ধরলেন তারপর থেকেই।

২৫ বলে ২টি চার ৩টি ছয়ে ৩৩ রান করেছেন জিয়াউর রহমান। তৌফিক ২৬ বলে ৩টি চার ১টি ছয়ে করেন ২৮ রান। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানে থেমেছে চট্টগ্রাম। শেষ দিকে ২০ বলে ১৭ রান করেছেন দলটির তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।

রংপুরের হয়ে ৪ ওভারে মাত্র ১৪ রান খরচায় দুই উইকেট নিয়েছেন পাকিস্তানি পেসার হারিস রউফ। ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নিয়েছেন স্পিনার রকিবুল হাসান।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বিপিএল ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর