চট্টগ্রামকে ১৩২ রানেই আটকে রাখল রংপুর
৮ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩০ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪২
নবম বিপিএলের প্লে-অফের দৌড় থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বাদ পড়েছেন আগেই। ফলে আজ নিজেদের শেষ ম্যাচে দলটা জিতুক বা হারুক তাতে তেমন কিছু আসে-যায় না। তবে প্রতিপক্ষ রংপুর রাইডার্সের জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ। জিততে পারলে বিপিএলের কোয়ালিফায়ার খেলার সম্ভবনা উজ্জ্বল হবে। গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ বোলিংই করল রংপুর। আগে ব্যাটিং করতে নামা চট্টগ্রামকে আটকে রেখেছে ১৩২ রানেই।
রকিবুল হাসান, আজমতউল্লাহ ওমরজাই, হারিস রউফদের নিয়ে গড়া রংপুরের বোলিং আক্রমণ শুরুতেই বিপদে ফেলে চট্টগ্রামকে। পরে বড় জুটি গড়তে পারেনি চট্টগ্রাম। অভিজ্ঞ জিয়াউর রহমান আজও হাল ধরলেন বলেই মূলত বলার মতো একটা সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম।
বুধবার (৮ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ধুঁকেছে চট্টগ্রাম। নিয়মরক্ষার ম্যাচে চট্টগ্রামের ব্যাটিংয়েও খুব একটা তোড়জোড় দেখা গেল না! ১৭ রানের মধ্যে বিদেশি দুই ওপেনারকে হারায় দলটি।
তাদের পথ ধরে একে একে মেহেদি মারুফ, আফিফ হোসেন ধ্রুব ও কর্টিস ক্যাম্পারও যখন ফিরলেন চট্টগ্রামের রান তখন কেবলই ৫৯। বন্দরনগরীর দলটি একশ পর্যন্ত যেতে পারবে কিনা তখন সেই শঙ্কাও দেখা যাচ্ছিল। তৌফিক খানকে নিয়ে অভিজ্ঞ জিয়াউর হাল ধরলেন তারপর থেকেই।
২৫ বলে ২টি চার ৩টি ছয়ে ৩৩ রান করেছেন জিয়াউর রহমান। তৌফিক ২৬ বলে ৩টি চার ১টি ছয়ে করেন ২৮ রান। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানে থেমেছে চট্টগ্রাম। শেষ দিকে ২০ বলে ১৭ রান করেছেন দলটির তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।
রংপুরের হয়ে ৪ ওভারে মাত্র ১৪ রান খরচায় দুই উইকেট নিয়েছেন পাকিস্তানি পেসার হারিস রউফ। ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নিয়েছেন স্পিনার রকিবুল হাসান।
সারাবাংলা/এসএইচএস