সুজনের বিশ্বাস— হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায় দুর্দান্ত হবে
৭ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০৮ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২২
২০১৪ সালের মার্চে প্রথমবার বাংলাদেশের হেড কোচের দায়িত্ব নিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। সাড়ে তিন বছরের দায়িত্বকালে সেবার বাংলাদেশকে বলার মতো বেশ কিছু সাফল্য এনে দিয়েছিলেন। হাথুরুর বিদায়টা ছিল বিতর্কিত, তবু কয়েক বছর পর আবারও জাতীয় দলের হেড কোচের দায়িত্ব পেয়েছেন শ্রীলংকান এই কোচ। খালেদ মাহমুদ সুজন মনে করছেন, হাথুরুর এই ‘দ্বিতীয় অধ্যায়’টা দুর্দান্ত হবে। কারণ আগের চেয়ে বাংলাদেশ দল এখন আরও বেশি ধারাবাহিক এবং আরও বেশি অভিজ্ঞ।
হেড কোচের চেয়ারে হাথুরুসিংহেকে আবারও বসানো কেমন হবে তা নিয়ে বাড়তি চর্চাই চলছে ক্রিকেটপাড়ায়। একে তো তার প্রস্থানটা ছিল আলোচিত। শ্রীলংকা জাতীয় দলের কোচ হওয়ার লোভনীয় প্রস্তাব পেয়ে হঠাৎ করেই বাংলাদেশের কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন। বিসিবির পক্ষ থেকে যোগাযোগ করা হলে প্রতিউত্তরে কিছু বলেননি পর্যন্ত তিনি। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে হাথুরুর আচরণ নিয়েও আলোচনা ছিল।
তবে প্রথম দফায় দীর্ঘদিন কোচিং করার সুবাদে বাংলাদেশি ক্রিকেটারদের ভালোভাবে চিনেনও তিনি। বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিও জানা তার। হাথুরুর অধিনে আগে খেলা তরুণ ক্রিকেটাররা এখন অভিজ্ঞ। বাংলাদেশ ক্রিকেট দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এসব কারণে হাথুরুর দ্বিতীয় দফায় সফল হওয়ার ভালো সম্ভবনা দেখছেন।
হাথুরুসিংহেকে আবারও ফেরানোটা কেমন হলো জানতে চাইলে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘সে আমাদের খেলোয়াড়দের খুব ভালো করে চেনে। আমাদের ক্রিকেট খুব ভালোভাবে ওর নখদর্পনে আছে। আমি তো ভালো কিছু প্রত্যাশা করি। সময়ই বলে দেবে আসলে কী হয়। হাথুরু যখন প্রথম এসেছিল তখন তরুণ ছিল, এখন তো অভিজ্ঞ হাথুকে পাবো, ম্যাচিউরড অনেক। আমি আশা করি ভালো কিছু হবে। দেখা যাক, ভালো হওয়ার চিন্তা করেই বিসিবি আনছে ওকে।’
‘কড়া হেডমাস্টার’ হিসেবে একটা বাড়তি পরিচিতিও আছে হাথুরুসিংহের। সুজন বলেন, শ্রীলংকান এই কোচ মুখের ওপর কথা বলেন, যেটা ভালো, ‘আমরা সবসময় একটা কথা বলি, মিডিয়াতেও আগে শুনেছি, কড়া হেডমাস্টার বলে। আমার মনে হয় আমরা যেরকম বলি সেরকম কিন্তু ও না। আপনি আমাকে পেছনে কথা না বলে সামনে কথা বলেন। এটা একটা ভালো মানুষের লক্ষণ। আমি মনে করি হাথুরু ভালো মানুষ। যা বলে, পেছনে কথা বলে না কাউকে, ও যা বলে সামনে কথা বলে। পেছনে গসিপিং করার চেয়ে একটা খেলোয়াড়কে যদি সামনে বলেন তোমার থেকে আমি এটা চাই বা তোমার এই জিনিসটা ভালো না। এতে খারাপ কিছু তো দেখি না। এটা যদি কড়া হেড মাস্টার হয়ে যায়, তাহলে কড়া হেড মাস্টার।’
‘হাথুর ব্যাপারে একটা কথা বলবো, ওর এই গুণটা আমার দারুণ লাগে যে ও যা বলে সামনে বলে। সাকিব কিংবা তামিম, অবশ্যই তারা সম্মানিত, বড় প্লেয়ার, সিনিয়র প্লেয়ার, গুরুত্বপূর্ণ প্লেয়ার আমাদের দলের। ওই ডেফিনেশন তৈরি করে না দলে। একটা তরুণ প্লেয়ার যে রেসপক্ট পাওয়া উচিত, সবসময় সব প্লেয়ারকে দিয়েছে।’
সুজন বলেন, ‘আমি নেতিবাচক সেন্সে নিতে চাই না। ও যখন প্রথম আসে বাংলাদেশ তখন জিততে পারছিল না। এজন্য অনেক কিছু বদলাতে হয়েছে তখন। এখন তো পরিস্থিতি অন্যরকম। যদি আমরা ইতিবাচকভাবে নেই এবং সবকিছু ঠিক থাকে আমার মনে হয় না যে খারাপ করবো ওর অধীনে। ভালো করারই কথা।’
সারাবাংলা/এসএইচএস