Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল শেষ তামিমের

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৮ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১২

নবম বিপিএলের বাকি অংশে আর দেখা যাবে না তামিম ইকবালকে। পিঠের পুরনো চোট মাথা চাড়া দিতে শুরু করেছে। এদিকে সামনেই ইংল্যান্ড সিরিজ। ফলে সাবধানতাবশত বিপিএলে নিজেদের বাকি দুই ম্যাচে খেলবেন না বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।

তামিমের দল খুলনা টাইগার্স বিপিএলের প্লে-অফের লড়াই থেকে ছিটকে পড়েছে আগেই। এই বিষয়টিও সিদ্ধান্ত নিতে সাহয্য করেছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিপিএলের বাকি অংশে তামিমের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা টাইগার্সের হেড কোচ খালেদ মাহমুদ সুজন।

এবারের বিপিএলটা একদমই ভালো কাটেনি খুলনার। নিজেদের প্রথম দশ ম্যাচে মাত্র ২টিতে জিতেছে দলটি। তবে তামিম ইকবাল ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন। ১০ ইনিংস ব্যাটিং করে ৩৩.৫৫ গড়ে রান করেছেন ৩০২। স্ট্রাইকরেট ১২২.২৬।

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল বিপিএল ২০২৩

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর