শেষ ম্যাচে ঢাকার বোলিং দাপট
৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩০ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৫
চলতি নবম বিপিএলে প্লে-অফের দৌড় থেকে ঢাকা ডমিনেটরস ছিটকে পড়েছে অনেক আগেই। আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ঢাকার ম্যাচটা শুধুই আনুষ্ঠানিকতার। আসরে নিজেদের শেষ ম্যাচে দারুণ বোলিং করল নাসির হোসেনের ঢাকা। চট্টগ্রামকে গুটিয়ে গিয়েছে ১১৮ রানেই।
দুর্দান্ত বোলিং করেছেন ঢাকার অভিজ্ঞ স্পিনার আরাফাত সানি। দারুণ বোলিং করেছেন আমির হামজা, নাসির হোসেনও। আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পরা চট্টগ্রাম ১১৮ রানেই থেমে গেছে। আজকের ম্যাচের জয়-পরাজয়ে অবশ্য চট্টগ্রামেরও খুব একটা লাভ-ক্ষতি নেই!
বন্দরনগরীর দলটিও যে প্লে-অফে যেতে পারছে না সেটা নিশ্চিত হয়েছে আগেই। আজকের আগে ১০ ম্যাচ খেলে মাত্র ২টিতে জিতেছে চট্টগ্রাম।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পরেছে চট্টগ্রাম। আরাফাত সানির স্পিন আর আল-আমিন হোসেনের পেসে মাত্র ২৮ রানে পঞ্চম উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম। সেখান থেকে দলটি একশ পর্যন্ত যেতে পারবে কিনা তা নিয়েই তৈরি হয়েছিল শঙ্কা।
চট্টগ্রাম শেষ পর্যন্ত একশ পেরিয়ে গেছে উসমান খান ও জিয়াউর রহমানের ব্যাটে। পাঁচে নেমে ২৯ বলে ৩০ রান করেছেন উসমান। অভিজ্ঞ অলরাউন্ডার জিয়াউর রহমানকে নামানো হয়েছিল নয় নম্বরে। ২০ বলে ৩টি চার ২টি ছয়ে দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন জিয়াউর রহমান।
ঢাকার হয়ে স্পিনার আরাফাত সানি ৪ ওভারে ২২ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। ৩.৫ ওভারে ১৩ রানে এক উইকেট নিয়েছেন আমির হামজা। আল আমিন হোসেন ২২ রানে নিয়েছেন এক উইকেট। ঢাকার অধিনায়ক নাসির ৪ ওভার বোলিং করে উইকেট না পেলেও রান দিয়েছেন মাত্র ১৫।
সারাবাংলা/এসএইচএস