Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলে মাশরাফিকে আর দেখা যাবে তো?

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৪ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪২

ক্রিকেটের বাইরে ছিলেন বেশ কয়েক মাস ধরে। বয়স ৩৯ ছাড়িয়ে গেছে। তবুও নবম বিপিএলে মাশরাফি বিন মুর্তজা খেলেছেন দুর্দান্ত। অধিনায়কত্বে আগের মতোই মুগ্ধ করেছেন। মাঠে মস্তিস্কের খেল, তরুণদের কাছ থেকে সেরাটা বের করে নেওয়াতে আগের মতোই মাশরাফিকে দেখা গেছে অনন্য। বল হাতেও তাক লাগিয়েছেন। একটা সময় নবম বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন তিনি। সেই দুর্বার মাশরাফিকে আবারও অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে ইনজুরি।

বিজ্ঞাপন

ইনজুরির কারণে স্বর্ণালী ক্যারিয়ারটা থমকে গেছে বারবার। দুই হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়েছে সাতটি। হাঁটুর অমন অবস্থা নিয়ে অন্য কেউ হয়তো ক্রিকেট খেলার কথা চিন্তাও করতেন না। তবে মাশরাফি মাঠ মাতিয়েই যাচ্ছিলেন। কিন্তু ইনজুরি আবারও থামিয়ে দিয়েছে মাশরাফিকে।

বিপিএলের সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে হাঁটুর পুরনো চোটে আঘাত পেয়েছেন। যাতে খেলতে পারেননি রংপুর রাইডার্সের বিপক্ষে পরবর্তী ম্যাচটা। এখন মাশরাফিকে পুরো টুর্নামেন্টেই পাওয়া যাবে কিনা শঙ্কা!

বিপিএলে সিলেটের পরবর্তী ম্যাচ ৭ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ খুলনা টাইগার্স। ওই ম্যাচে মাশরাফির খেলার সম্ভবনা ক্ষীণ। প্লে-অফের ম্যাচে খেলতে পারবেন কিনা তা নিয়েও শঙ্কা। মাশরাফিকে বিপিএলের পরবর্তী ম্যাচগুলোতে পাওয়া যাবে কিনা এমন প্রশ্নে সিলেটের কোচ তুষার ইমরান জানান, ‘বলা কঠিন আসলে। ফিজিও যদি অনুমতি দেয় (খেলার ব্যাপারে) তাহলে খেলতে পারবে। সে তো একদম ফিট না। মাশরাফি মাঠে থাকা বড় একটা ব্যাপার আমাদের জন্য, ক্রিকেটারদের জন্য। ফল সে বের করে নিয়ে আসে অধিনায়ক হিসেবে। প্লে অফে তাকে কোন একটা ম্যাচ পেলেও পেতে পারি।’

প্লে-অফে খেলতে না পারলে এবারের বিপিএলে মাশরাফির আবারও খেলতে নামার বিষয়ে শঙ্কা আরও বেড়ে যাবে। কারণ প্লে-অফে বাদ পরে যেতে পারে সিলেট। বাদ না পরলেও মাশরাফির চোট ঠিক কখন সাড়বে সেই নিশ্চয়তা আপাতত নেই।

চলতি বিপিএলে মাঝপথে মাশরাফি বিন মুর্তজার বাবা গোলাম মুর্তজা বলেছিলেন, এবারের বিপিএলের পর ক্রিকেট খেলা ছেড়ে দেওয়া উচিত মাশরাফির। বয়স, ইনজুরি ও অন্যান্য ব্যস্ততার কারণে মাশরাফির আর খেলা চালিয়ে যাওয়া ঠিক হবে না বলেছিলেন তিনি।

বিজ্ঞাপন

সে হিসেবে মাশরাফিকে আবারও মাঠে দেখার বিষয়ে ক্ষীণ শঙ্কাও তৈরি হয়েছে!

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বিপিএল ২০২৩ মাশরাফি বিন মুর্তজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর