Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডার্বি জিতে ইন্টারের প্রতিশোধ

স্পোর্টস ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪০

সিরি আ চ্যাম্পিয়ন এসি মিলানের সময়টা ভালো কাটছে না। এবার কাঁটা ঘায়ে নুনের ছিটা হিসেবে মিলান ডার্বিতে ইন্টারের কাছে ১-০ গোলে হেরেছে তারা। আর অন্যদিকে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলে লটারো মার্টিনেজের গোলে জয়ের আনন্দে মাঠ ছাড়ল ইন্টার মিলান।

গত সেপ্টেম্বরে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম লেগে ৩-২ গোলে জিতেছিল এসি মিলান। তবে আসরে শুরু থেকেই তাদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব। সবশেষ চার রাউন্ডে তো ব্যর্থতা পুরোপুরি ঘিরে ধরে দলটিকে। বাজে পথচলায় তারা টানা দুই ড্রয়ের পর হেরে বসল টানা তিনটি ম্যাচ। আর সেপ্টেম্বরে হারা সেই ম্যাচের প্রতিশোধ ইন্টার নিলো ১-০ গোলের জয়ে।

বিজ্ঞাপন

সব প্রতিযোগিতা মিলিয়ে গতবারের চ্যাম্পিয়নরা হারল টানা চার ম্যাচে। গত ১৮ জানুয়ারি ইন্টারের বিপক্ষেই ইতালিয়ান সুপার কাপে হেরেছিল ৩-০ গোলে।

ম্যাচের ৩৪তম মিনিটে জালের দেখা পায় ইন্টার। হাকান কালহানোগলুর কর্নারে দারুণ হেড গোলটি করেন মার্টিনেজ। আসরে ২১ ম্যাচে আর্জেন্টাইন তারকা স্ট্রাইকারের গোল হলো ১২টি। দারুণ এই জয়ের পরও শিরোপা লড়াইয়ে অবশ্য অনেকটা পিছিয়ে ইন্টার। ২১ ম্যাচে ১৪ জয় ও এক ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। তাদের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে শীর্ষে নাপোলি। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রোমা। ২১ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে এসি মিলান।

সারাবাংলা/এসএস

ইতালিয়ান সিরি আ ইন্টার মিলান বনাম এসি মিলান মিলান ডার্বি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর