Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হৃদয় আগামীর বড় তারকা’

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:২৭ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:২৮

এবারের বিপিএলে ব্যাট হাতে মুগ্ধ করে চলেছেন তৌহিদ হৃদয়। ইনজুরির কারণে মাঝে দুই ম্যাচ খেলতে পারেননি। তবুও তরুণ এই ব্যাটার এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৯ ম্যাচ খেলে ৫৩.২৮ গড়ে রান করেছেন ৩৭৩। স্ট্রাইকরেট ১৪৯.২০! সব ধরনের বোলিংয়ের বিপক্ষে হৃদয় উইকেটের চারপাশে যেভাবে তেঁড়েফঁড়ে খেলছেন তার প্রসংশা হচ্ছে সর্বোত্র। ঘরোয়া কোচ মিজানুর রহমান বাবুল বলছেন, হৃদয় আগামীর বড় তারকা।

বিজ্ঞাপন

মিজানুর রহমান বাবুল কাছ থেকেই দেখেছেন তরুণ হৃদয়কে। বাংলাদেশ ‘এ’ দলে খেলার সময় বাবুলের সঙ্গে কাজ করেছেন হৃদয়। ডেভলপমেন্ট ক্যাম্প বা ঘরোয়া পর্যায়েও বাবুলের অধিনে খেলেছেন বহু। আগে থেকেই হৃদয়কে পছন্দ বাবুলের।

রোববার (৫ ফেব্রুয়ারি) হৃদয় প্রসঙ্গে মিজানুর রহমান বাবুল সাংবাদিকদের বলেন, ‘আমরা যখনই স্কিল ক্যাম্প করি, ছেলেদের স্কিলে উন্নতি করানোর চেষ্টা করি। তো তৌহিদ হৃদয়কে আমি শেষ তিনটা ক্যাম্পে…ওয়েস্ট ইন্ডিজ, চেন্নাইতে গিয়েছিল, ওখানে খুব ভালো ক্রিকেট খেলেছিল। তৌহিদ হৃদয়ের একটা ইতিবাচক দিক হচ্ছে সে ইতিবাচক ক্রিকেট খেলতে পছন্দ করে।’

‘সে খুব সাহসী এবং মেধাবী ছেলে। আমি বলবো অবশ্যই আমাদের ফিউচার প্লেয়ার। এই ধরনের কিছু প্লেয়ার আমাদের খুবই দরকার। পাশাপাশি জাকির হাসান। শান্ত তো অনেকদিন ধরেই জাতীয় দলে আছে। জাকির এবং তৌহিদ এই বিপিএলে আমাদের অনেক বড় পাওয়া।’

শুধু হৃদয় নয়, এবারের বিপিএলে বেশ কয়েকজন দেশি ক্রিকেটার দারুণ পারফর্ম করছেন। নাজমুল হোসেন শান্ত, জাকির হাসানরা নিয়মিত ভালো খেলছেন। বল হাতে দারুণ বোলিং করছেন সিলেটের পেসার রেজাউর রহমান রাজা, কুমিল্লার স্পিনার তানভির ইসলামরা।

মিজানুর রহমান মনে করছেন অন্য আসরগুলোর তুলনায় এবারের আসরে দেশি তরুণরা তুলনামূলক ভালো পারফর্ম করছেন, ‘অন্যান্য বিপিএলের সঙ্গে এটার তুলনা করলে দেখবেন যে, আমাদের দেশের ক্রিকেটাররা ডমিনেট করছে। বিশেষত সিলেটের দলটা যদি খেয়াল করি, উপরের দিকে যে ব্যাটাররা আছে, রানের টেবিলে তারাই উপরে আছে। ওভাবে হতাশার কথা ব্যক্ত করে তো লাভ নেই…আমাদের ছেলেরা অবশ্যই ভালো করছে। স্পিনার আমি বলি যদি কুমিল্লা দলের তানভীর, ভালো বোলিং করছে। মেহেদি, ভালো খেলছে। অন্য বিপিএলের সঙ্গে যদি এবার তুলনা করে এখন পর্যন্ত বলছি, আমাদের ছেলের আউটস্ট্যান্ডিং খেলছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

তৌহিদ হৃদয় বিপিএল ২০২৩

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর