Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলের মাঝপথে ওমরাহ করতে গেছেন সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০৮ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১৩

নবম বিপিএলের মাঝখানে পবিত্র ওমরাহ করতে গেলেন সাকিব আল হাসান। তবে তাতে বিপিএলের ম্যাচ মিস হচ্ছে না সাকিবের। ফরচুন বরিশালের পরবর্তী ম্যাচের আগেই ফিরে আসবেন দলটির অধিনায়ক সাকিব।

গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) খুলনা টাইগার্সের বিপক্ষে নিজেদের দশম ম্যাচ খেলেছে ফরচুন বরিশাল। ওই ম্যাচ শেষে রাতেই সৌদি আরবের বিমান ধরেছেন সাকিব। ফিরবেন আগামী সোমবার। বরিশালের পরবর্তী ম্যাচ মঙ্গলবার।

বিজ্ঞাপন

আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) সাকিবের ওমরা করতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের ম্যানেজার সেকান্দার আলী। তিনি বলেন, ‘গতকাল শুক্রবার রাত ১২টায় ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন সাকিব। ফিরবেন আগামী ৬ ফেব্রুয়ারি সকাল ১০টায়। তিনি ৭ ফেব্রুয়ারির ম্যাচটি খেলবেন।’

বিপিএলে ইতোমধ্যেই প্লে-অফ নিশ্চিত হয়েছে সাকিবের ফরচুন বরিশালের। ১০ ম্যাচ খেলে ৭ জয় পাওয়া বরিশাল আছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে। সাকিব নিজেও আছেন দুর্দান্ত ফর্মে।

বিশেষ করে ব্যাট হাতে নিজের সেরা সময় কাটাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। ১০ ম্যাচে ৯ ইনিংস ব্যাট করে ৩৪৭ রান করেছেন সাকিব। স্ট্রাইকরেট ১৮৩.৫৯।

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৩ সাকিব আল হাসান সাকিব ওমরাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর