৯৯ দিন পর ক্লাবের জার্সিতে রোনালদোর গোল
৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১৫ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৭
উয়েফা ইউরোপা লিগে শেরিফের বিপক্ষে ২৮ অক্টোবর ২০২২-এ গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর কেটে গেছে ৯৯ দিন। বদলছে রোনালদোর ক্লাবও। ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছেন এশিয়ায়। অবশেষে কাটল প্রতিযোগিতামূলক ম্যাচে রোনালদোর গোল খরা। আল নাসেরের হয়ে সৌদি প্রিমিয়ার লিগে আল ফাতেহর বিপক্ষে ম্যাচের ৯৩তম মিনিটে গোল করে দলকে এনে দিয়েছেন ড্র।
সৌদি প্রিমিয়ার লিগে শুক্রবার আল ফাতেহর মাঠে দুই বার পিছিয়ে পড়ে হারের মুখে পৌঁছে গিয়েছিল আল নাসের। যোগ করা সময়ের গোল করে দলকে মূল্যবান একটি পয়েন্ট এনে দেন রোনালদো।
ম্যাচের শুরুতেই আল ফাতেহ হয়ে গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড ক্রিস্তিয়ান তেয়ো। প্রথমার্ধের শেষ দিকে এসে ব্রাজিলিয়ান মিডফিল্ডার তালিসকার গোলে সমতা ফেরায় আল নাসের। এরপর ম্যাচের ৫৮তম মিনিটে আলজেরিয়ার মিডফিল্ডার সোফিয়ানের গোলে আবারও লিড নেয় স্বাগতিকরা। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রোনালদোর সফল স্পট কিকে ড্রয়ের স্বস্তিতে মাঠ ছাড়ে আল নাসের।
চলতি মৌসুমে লিগে এই নিয়ে মাত্র দ্বিতীয় গোলের দেখা পেলেন রোনালদো। প্রথমটি পেয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে।
সারাবাংলা/এসএস