চাকরি ছাড়লেন হাথুরুসিংহে, তিনিই কি হচ্ছেন বাংলাদেশের কোচ?
৩১ জানুয়ারি ২০২৩ ১৮:৩৮ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ ১৮:৪২
বাংলাদেশের হেড কোচের চেয়ারে আবারও চন্ডিকা হাথুরুসিংহের ফেরার আলোচনা জোড়েসোড়েই চলছে। এর মধ্যেই অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলের সহকারী কোচের দায়িত্ব ছাড়লেন শ্রীলংকান এই কোচ। তবে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে হাথুরুর কথা পাকাপাকি, দ্বিতীয় মেয়াদে তিনিই হচ্ছেন বাংলাদেশের কোচ?
চূড়ান্ত ঘোষণার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে বিসিবির একটি সূত্র জানাচ্ছে, বাংলাদেশের কোচ হতেই নিউ সাউথ ওয়েলসের চাকরি ছেড়েছেন হাথুরুসিংসে। আগামী ২০ ফেব্রুয়ারি নাকি বাংলাদেশে আসবেন তিনি।
দুই ধাপে নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন হাথুরুহিংসে। প্রথম ধাপে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেছেন তিনি। এরপর বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হয়ে এসেছিলেন। তিন বছর বাংলাদেশের হেড কোচের দায়িত্ব পালন করেছেন।
হাথুরুর সময় বেশ কিছু স্মরণীয় সাফল্যও পেয়েছে বাংলাদেশ। তবে তাকে নিয়ে অনেক সমালোচনাও ছিল। ২০১৭ সালে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব ছেড়ে নিজ দেশ শ্রীলংকা জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন। সেই অধ্যায় অবশ্য সুখকর ছিল না।
অল্প কিছুদিন পরই হাথুরুকে ছাটাই করে শ্রীলংকান ক্রিকেট বোর্ড। এরপর আবারও নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্বে ফিরে যান। বাংলাদেশের কোচ হওয়ার আলোচনার মধ্যে সেই দায়িত্ব ছাড়লেন এবার।
হাথুরু দায়িত্ব ছাড়লে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ক্যামেরন হোয়াইটওকে সহকারী কোচ বানিয়েছে নিউ সাউথ ওয়েলস। নিউ সাউথ ওয়েলসের এলিট মেল ক্রিকেটের প্রধান মাইকেল ক্লিঙ্গার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘ক্রিকেট এনএসডব্লু, ব্লুজ ও সিডনি থান্ডারে চন্ডি গত দুই বছর দারুণ অবদান রেখেছেন। তাঁর চলে যাওয়াতে আমরা দুঃখিত। কিন্তু তাঁর আন্তর্জাতিক কোনো দলের কোচিং করানোর ইচ্ছার বিষয়টি আমরা বুঝতে পেরেছি। তাঁর কোচিং ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা থাকল।’
হাথুরুসিংহে বলেন, ‘আমি সময়টা খুবই উপভোগ করেছি। এখানকার স্টাফ এবং খুবই প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা সবসময়ই উপভোগ্য। ২০২০ সালে আমি যখন এখানে ফিরে আসি, তখন আমাদের দলে অস্ট্রেলিয়া দলের অনেক ক্রিকেটার ছিল। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়টা ভালো ছিল। গত এক বছরে তরুণদের বেড়ে উঠতে দেখেছি।’
সারাবাংলা/এসএইচএস