Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবদের হারিয়ে দিল নাসিরের ঢাকা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৩ ১৭:১৮ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ ১৮:৪৩

আগে বোলিং করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে তারকাসমৃদ্ধ ফরচুন বরিশালকে ১৫৬ রানে আটকে রেখেছিল ঢাকা ডমিনেটরস। পরে ঢাকার ব্যাটিংটাও হলো পরিকল্পনা মাফিক। মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকারের দারুণ শুরুর পর নাসির হোসেন দারুণ ফিনিশিং দিয়েছেন। যাতে পাঁচ উইকেটের দারুণ জয় পেয়েছে ঢাকা।

আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলেছিল বরিশাল। পরে ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৫৭ রান তুলে ফেলে ঢাকা।

বিজ্ঞাপন

এ নিয়ে গত তিন ম্যাচে দ্বিতীয়বার হারল সাকিব আল হাসানের ফেভারিট বরিশাল। তবুও অবশ্য ৯ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরেই আছে বরিশাল। অপর দিকে ১০ ম্যাচ খেলতে নেমে ৩ জয় পাওয়া ঢাকা টেবিলের ৫ নম্বরে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ব্যাটিং-বোলিং কোনটিই ভালো হয়নি বরিশালের। পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে পারেননি দুই ওপেনার এনামুল হক বিজয় ও সাইফ হাসান। পাওয়ার প্লে শেষ হতেই মাত্র ১৬ রানে চার উইকেট হারিয়ে বড় চাপে পরে বরিশাল।

তারপর অভিজ্ঞ মাহমুদউল্লাহ হাল ধরেছেন। অপরপ্রান্তে ওপেনার এনামুল হক বিজয়ও অবিচল ছিলেন অনেকক্ষণ। এই দুজনের ব্যাটেই মূলত দেড়শ পেরুতে পেরেছে বরিশাল। ৩৫ বলে ৫টি চার ১টি ছয়ে ৪২ রান করেছেন ওপেনার বিজয়। ছয়ে নেমে ২৭ বলে ৪টি চার ২টি ছয়ে ৩৯ রান করেছেন মাহমুদউল্লাহ। শেষ দিকে ৫ বলে ১৭ রান করেছেন করিম জানাত।

পরে মাঝারি সংগ্রহের জবাব দিতে নেমে মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকারের ব্যাটে ঢাকার শুরুটা হয়েছে দারুণ। দুজনের ৭৪ রানের ওপেনিং জুটিতে ওভারপ্রতি প্রায় ১০ রান করে উঠেছে। বরিশালের জয়ের রাস্তাটা সেখানেই পাকা হয়েছিল।

বিজ্ঞাপন

এই দুজন ফেরার পর আব্দুল্লাহ আল মামুন ও নাসির হোসেনদের ধৈর্যের বিচ্যুতি ঘটাতে পারেননি  বরিশালের বোলিং ডিপার্টমেন্ট। ফর্মে থাকা অধিনায়ক নাসির হোসেন দলের জয় নিশ্চিত হওয়ার সময় ১৬ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন। ওপেনার মিঠুন ৩৬ বলে ৬টি চার ৩টি ছয়ে ৫৪ রান করে ম্যাচসেরা হয়েছেন। অপর ওপেনার সৌম্য সরকার ২২ বলে ৪টি চার ২টি ছয়ে ৩৭ রান করেন।

আব্দুল্লাহ আল মামুন ২১ বলে ২০ রান করেছেন। বরিশালের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও সানজামুল ইসলাম।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বিপিএল ২০২৩ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর