Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যারাডোনার হাত থেকে বিশ্বকাপ ট্রফি নেওয়ার ছবিটা দারুণ হতো: মেসি

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৩ ১৩:০৩

শেষবার ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এরপর ৩৬ বছরের অপেক্ষা। আর সেই অপেক্ষার অবসান ঘটল খুদে জাদুকর লিওনেল মেসির হাত ধরে। ২০২২ কাতার বিশ্বকাপে দুর্দান্ত লিওনেল মেসি এনে দিলেন আর্জেন্টিনাকে বিশ্বকাপের ট্রফি। তবে ক্যারিয়ারের পূর্ণতা পাওয়া স্বত্বেও ম্যারাডোনার হাত থেকে ট্রফি নিতে না পেরে কিছুটা আক্ষেপ আছে লিওনেল মেসির।

আরবান প্লে স্টেশন রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ নিয়ে নানান কথা জানিয়েছেন মেসি। আর সেখানেই ম্যারাডোনার হাত থেকে শিরোপা নিতে পারলে আরও বেশি খুশি হতেন বলেও জানান মেসি। আর বলেন ওই ছবিটা হতো দারুণ।

বিজ্ঞাপন

বিশ্বকাপ জেতার পর প্রথম সাক্ষাৎকারে আর্জেন্টাইন রেডিও আরবান প্লে স্টেশনকে মেসি বলেন, ‘ম্যারাডোনার হাত থেকে বিশ্বকাপটা নেওয়ার ইচ্ছে ছিল। ডিয়েগো সেদিন থাকলে আমার হাতে কাপটা তিনিই দিতেন। ওই ছবিটা কত দারুণই না হতো! ডিয়েগো ছাড়াও ওপর থেকে আরও যারা আমাদের ভালোবাসে, তাদের ভালোবাসায় জোর ছিল বলেই এটা সম্ভব হয়েছে।’

সারাবাংলা/এসএস

ডিয়েগো ম্যারাডোনা বিশ্বকাপ ট্রফি লিওনেল মেসি

বিজ্ঞাপন

টিভি শো উপস্থাপনায় তাহসান
২২ জানুয়ারি ২০২৫ ১৭:৩৪

আরো

সম্পর্কিত খবর