ট্রফিটা ডেকে বললো, আমাকে স্পর্শ করো: মেসি
৩১ জানুয়ারি ২০২৩ ১২:৫২ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ ১৪:৪৩
ক্যারিয়ারে অপূর্ণতা ছিল কেবল বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরাটা। ২০২২ সালে কাতার বিশ্বকাপে সেই আক্ষেপটাও ঘুচল মেসির। আর সেই সঙ্গে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসানও হলো মেসির হাত ধরেই। সোনালী ট্রফিটা মেসিকে ডাকছিল বিশ্বকাপের পর এক রেডিও সাক্ষাৎকারে জানালেন নিজেই। সেই সঙ্গে জানিয়েছেন বিশ্বকাপ নিয়ে আরও অনেক কিছু।
কাতার বিশ্বকাপের ফাইনাল ইতোমধ্যেই সর্বকালের সেরা বিশ্বকাপ ফাইনাল কি না তা নিয়ে শুরু হয়েছে তর্ক-বিতর্ক। লিওনেল মেসির জোড়া গোলের পর কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকে ফাইনালে অতিরিক্ত সময় ৩-৩ গোলে শেষ হয়। এরপর টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা।
আরবান প্লে স্টেশন রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন শিরোপা তাকে ডাকছিল।
‘বিশ্বকাপ ট্রফিটা আমাকে ডাকছিল। আমাকে বলছিল এসো, আমাকে ধরো। এখন তুমি আমাকে স্পর্শ করতে পারো।’—বলেন মেসি।
মেসি আরও বলেন, ‘আমি স্টেডিয়ামের ভেতর দেখছিলাম সোনালী ট্রফিটা আলো ছড়াচ্ছে। আমি এগিয়ে গিয়ে ট্রফিটাতে চুমু খেতে দ্বিধাবোধ করিনি। কতবার স্বপ্নভঙ্গের পর, ফাইনাল হারের পর সৃষ্টিকর্তা আমার জন্য এটা তুলে রেখেছিলেন।’
সারাবাংলা/এসএস