Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোপা দেল রে’র সেমিতে মুখোমুখি রিয়াল-বার্সা

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৩ ১৮:৪৪

২০২২/২৩ মৌসুমে আরও দুইবার দেখা যাবে ফুটবলের অন্যতম সেরা ধ্রুপদী লড়াই এল ক্লাসিকো। কদিন আগে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে লড়েছিল দুই দল। যেখানে শেষ হাসি হেসেছিল কাতালন ক্লাবটি। তবে এবার লড়াইটা স্প্যানিশ কোপা দেল রে’র। টুর্নামেন্টের সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেনের এই দুই ক্লাব।

সোমবার (৩০ জানুয়ারি) কোপা দেল রে’র সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। আর ড্র’তে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ওসাসুনা এবং অ্যাথলেটিক ক্লাব বিলবাও ছিল। ড্র’তে ওসাসুনার প্রতিপক্ষ হিসেবে নাম ওঠে অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের। আর রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হিসেবে নাম ওঠে বার্সেলোনার।

বিজ্ঞাপন

কোপা দেল রে’র প্রথম লেগের লড়াই অনুষ্ঠিত হবে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। আর দ্বিতীয় লেগ হবে স্পটিফাই ক্যাম্প ন্যুতে। তবে কোপা দেল রে’র প্রথম সেমিফাইনাল অনুষ্ঠি হবে ফেব্রুয়ারি ২৮ তারিখ। দ্বিতীয় সেমিফাইনাল হবে মার্চের ১ অথবা ২ তারিখ। আর প্রথম সেমিফাইনালের ফিরতি লেগ অনুষ্ঠিত হবে এপ্রিলের ৪,৫ অথবা ৬ তারিখে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ মে।

এবারের টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা ১-০ গোলের ব্যবধানে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। ওসাসুনা অতিরিক্ত সময়ে ২-১ গোলের ব্যবধানে হারায় সেভিয়াকে। ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলের ব্যবধানে হারায় অ্যাথলেটিক ক্লাব বিলবাও। আর মাদ্রিদ ডার্বিতে অ্যাথলেটিকো মাদ্রিকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটে রিয়াল মাদ্রিদ।

কোপা দেল রে’র গেল আসরের দুই ফাইনালিস্ট এবার আগেভাগেই বিদায় নিয়েছে। আর টুর্নামেন্টের সর্বোচ্চ সংখ্যক শিরোপাজয়ী বার্সেলোনা শেষবার এই শিরোপা ঘরে তুলেছিল ২০২০/২১ মৌসুমে। শেষবার রিয়াল মাদ্রিদ এই শিরোপা জিতেছিল ২০১৩/১৪ মৌসুমে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা সেমিফাইনাল স্প্যানিশ কোপা দেল রে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর