Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯৬ মিনিটের গোলে পিএসজির সঙ্গে রেইমসের ড্র

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৩ ০৪:৩৭

ম্যাচের ৫১তম মিনিটে নেইমার জুনিয়রের গোলে এগিয়ে যায় পিএসজি। ৫৯তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজি মিডফিল্ডার মার্কো ভেরাত্তি। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত লিড ধরে রাখে পিএসজি। এরপর যোগ করা অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে এসে ফ্লোরিয়ান বলোগানের করা গোলে ১-১ গোলে সমতায় ফেরে রেইমস। আর শেষ পর্যন্ত পিএসজির মাঠ থেকে ড্র করে মাঠ ছাড়ে তারা।

১৬ জানুয়ারি রেঁনের কাছে হারের পর প্রতিযোগিতামূলক ম্যাচে পিএসজির জার্সিতে আর মাঠে নামেননি লিওনেল মেসি। রেইমসের বিপক্ষে প্রায় ১৪ দিন পর মাঠে নামলেন মেসি। তবে সেই ম্যাচেও করতে পারনেনি কিছুই। নিজের ছায়া হয়েই ছিলেন সদ্যই বিশ্বকাপজয়ী মেসি। তার ছায়া হয়ে থাকার দিনে শেষ পর্যন্ত পয়েন্ট হারাল পিএসজিও।

বিজ্ঞাপন

লিগ ওয়ানে নিজেদের শেষ চার ম্যাচের মধ্যে এই নিয়ে তিনটি ম্যাচে পয়েন্ট হারাল পিএসজি। চার ম্যাচে দুটি হার একটি জয়ের পর রেইমসের বিপক্ষে ড্র করল পিএসজি। যদিও তাতে লিগ ওয়ানের শীর্ষস্থান হাতছাড়া হয়নি পিএসজি। তবে কমেছে দ্বিতীয়স্থানে থাকা লেন্সের সঙ্গে পয়েন্ট ব্যবধান। ২০ ম্যাচে ১৫ জয় তিন ড্র আর দুই হারে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যারিসের ক্লাবটি। সমান ম্যাচে ১৩ জয়, ছয় ড্র আর এক হারে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে লেন্স।

ঘরের মাঠ পার্ক ডে প্রিন্সেসে শুরুটা সাদামাটা করে পিএসজি। তেমন কোনো গোলের সুযোগ তৈরি তো করতে পারেইনি। উল্টো গোল হজম করতে বসেছিল ম্যাচের প্রথম দিকেই। ১৫তম মিনিটে ডান দিক থেকে আক্রমণে ওঠেন জাপানের ইতো। এরপর বল নিয়ে ডি বক্সের কোনায় ঢুকে শট নেন তবে তা পিএসজির এক ডিফেন্ডারের গায়ে লেগে বাইরে বেরিয়ে যায়। কিন্তু লাইন্সম্যান তা দেখতে না পেয়ে গোলকিক উপহার দেন।

বিজ্ঞাপন

১৭তম মিনিটে আরও একটি দারুণ আক্রমণ করে রেইমস। মুনেইতসির ছয় গজের ভেতর থেকে নেওয়া শট দারুণ দক্ষতায় রুখে দেন জিয়ানলুইগি ডনারুম্মা। আর তাতেই ম্যাচে পিছিয়ে পড়েনি পিএসজি। এরপর প্রথমার্ধে আর কেউই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ভিতিনহাকে তুলে নিয়ে মার্কো ভেরাত্তিকে মাঠে নামান পিএসজি কোচ। ৫১তম মিনিটেই আসে তার ফলাফল। লিওনেল মেসি দারুণ এক শট নেন ১৮ গজ দূর থেকে। তবে তার শট হুয়ান বারনেটের গায়ে লেগে নেইমারের কাছে যায়। বল পেয়ে বাকি কাজটা সারেন নেইমার। পিএসজি এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে।

৫৫তম মিনিটে মার্কুইনহোসের ফাউলের কারণে পেনাল্টি পায় রেইমস। তবে ভিএআরে দেখা মেলে বল নিয়ে আক্রমণে যাওয়ার আগে অফসাইড পজিশনে ছিল রেইমসের খেলোয়াড়। তাতেই বাতিল হয় পেনাল্টির সিদ্ধান্ত। এরপর ৫৭তম মিনিটে মার্কো ভেরাত্তি মারাত্মক এক ফাউল করেন। প্রথমে রেফারি হলুদ কার্ড দেখালেও পরবর্তীতে ভিএআর দেখে তাকে সরাসরি লাল কার্ড দেখান। এতেই ১০ জনের দলে পরিণত হয় প্যারিসিয়ানরা।

১০জনের দলে পরিণত হলেও আক্রমণ থামেনি পিএসজির। ৬৪তম মিনিটে কর্নার থেকে ভেসে আসা বল দারুণ এক হেড করেন সার্জিও রামোস তবে তার ক্রসবারে লেগে ফিরে আসে। আর গোলবঞ্চিত হয় পিএসজি। এরপর একের পর এক আক্রমণে রেইমসের রক্ষণের পরীক্ষা নিতে শুরু করে নেইমার-এমবাপে। তবে কিছুতেই দ্বিতীয় গোলের দেখা পায়নি তারা।

উল্টো ম্যাচের শেষ মিনিটে এসে কামোরি দাম্বিয়া বল জিতে পিএসজির রক্ষণের মধ্য দিয়ে দারুণ এক পাস বাড়ান বলোগানের উদ্দেশ্যে। বল পেয়ে বাকি কাজটা সারেন বলোগান। বল জালে জড়িয়ে বুনো উল্লাসে মাতে রেইমস। পিএসজির মাঠে ১-১ গোলে সমতায় ফেরে আর শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছাড়ে রেইমস।

সারাবাংলা/এসএস

টপ নিউজ পিএসজি বনাম রেইমস ফ্রেঞ্চ লিগ ওয়ান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর