Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোল পাননি রোনালদো, হেরে বিদায় আল নাসেরের

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৩ ১৩:৪৩ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ ১৩:৪৮

সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তেহাদের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হেরে বাদ পড়ল ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসের। দলের হারের দিনে গোল পাননি ৩৭ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসেরের হয়ে পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেকে জোড়া গোল করেছিলেন রোনালদো। তবে প্রতিযোগিতামূলক ম্যাচে এসে দুই ম্যাচেও গোলের দেখা পেলেন না রোনালদো।

রিয়াদে বৃহস্পতিবার রাতে রোনালদোর দলকে ৩-১ গোলে হারিয়ে দেয় আল-ইত্তেহাদ। ম্যাচে গোল পাননি রোনালদো। বলা যায় অনেকটা নিষ্প্রভ ছিলেন তিনি। ৩৭ পেরুনো পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা একাধিক সুযোগ পেলেও আল-ইত্তেহাদের রক্ষণে বাধাগ্রস্ত হন প্রতিবার।

বিজ্ঞাপন

আল নাসেরের বিপক্ষে ম্যাচের ১৫তম মিনিটে রোমারিয়ানহোর গোলে লিড নেয় আল ইত্তেহাদ। এরপর প্রথমার্ধের শেষ দিকে এসে ব্যবধান দ্বিগুণ করেন আব্দুর রাজ্জাক হামাদুল্লাহ। এরপর দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে এসে তালিস্কো গোল করে আল নাসের এক গোল পরিশোধ করে। তবে ম্যাচের শেষ দিকে এসে ইত্তেহাদের হয়ে মুহান্নান আল শানকিটি গোল করে ৩-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন।

আর তাতেই সৌদি কাপের ফাইনালে পৌঁছে যায় আল ইত্তেহাদ। তবে সৌদি কাপে হারলেও সৌদি প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আল নাসের। আগামী ৩ ফেব্রুয়ারি আল-ফাতেহর বিপক্ষে লিগ ম্যাচে নামবেন তারা।

সারাবাংলা/এসএস

আল নাসের ক্রিস্টিয়ানো রোনালদো টপ নিউজ সৌদি কাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর