লিটনের মতো শান্তও ভালো করবে: মাশরাফি
২৬ জানুয়ারি ২০২৩ ১৭:৪১ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ ১৭:৪৩
নবম বিপিএলে ব্যাট হাতে দারুণ ক্রিকেট খেলছেন তরুণ নাজমুল হোসেন শান্ত। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালো খেলেছেন তিনি। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন শান্ত। তরুণ এই ব্যাটার মাশরাফি বিন মুর্তজার কাছ থেকে বাহবা পেলেন আরও একবার। শান্তকে লম্বা রেসের ঘোড়া মনে করছেন মাশরাফি।
নাজমুল হোসেন শান্তর প্রতিভা ও সামর্থ নিয়ে শঙ্কা নেই কারোরই। অনেকেই তাকে আগামী দিনের ভবিষ্যত মনে করেন। তবে তরুণ ব্যাটার আন্তর্জাতিক অভিষেকের পর ব্যাট হাতে একদমই ধারাবাহিক নয়। বাজে শট খেলেও আউট হন। যাতে সমালোচকরা ছেকে ধরেন তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হতে হয় শান্তকে। একটা সময় যেসবের মধ্য দিয়ে যেতে হয়েছে লিটন কুমার দাসকে।
অভিজ্ঞ লিটন এখন বেশ পরিনত। এখন বাংলাদেশের দলের অন্যতম সেরা ব্যাটার মনে করা হয় তাকে। মাশরাফি মনে করছেন, একদিন শান্তও লিটনের মতো দুর্দান্ত পারফর্ম করবেন। শান্তর মধ্যে সেই সামর্থটা আছে বলেছেন সাবেক সফল অধিনায়ক।
শান্তর প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘শান্তর ক্ষেত্রেও কিন্তু একই জিনিস (লিটনের মতো ট্রল) হয়েছে। আপনি বিশ্বকাপে দেখেন, শান্ত কিন্তু আমাদের সবার বিপক্ষে গিয়ে প্রায় দুইশ রান করে এসেছে। পরে আবার স্ট্রাগল করেছে, এখন আবার রান করছে। শান্তকে কিছুটা এর ভেতর দিয়ে যেতে হচ্ছে। আমি সবসময় বিশ্বাস করি যে বেসিক খেলোয়াড় উঠে আসা এই টুর্নামেন্ট থেকেই হয়।’
শান্তকে লম্বা রেসের ঘোড়া মনে করেন মাশরাফি, ‘মানসিকভাবে শক্তিশালী থাকা গুরুত্বপূর্ণ। যেটা শান্তর ক্ষেত্রে আমি দেখেছি। লিটনের মতো বাইরের জিনিসগুলো এত কানে নেয় না। এজন্য আমার বিশ্বাস হয়, এই ছেলেটা লম্বা রেসের ঘোড়া। এটা আমার কাছে মনে হয় সবকিছুতে আল্লাহর রহমত প্রয়োজন হয়। কারণ আমি বিশ্বাস করি এই ছেলেটা বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে।’
লিটনকেও পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে সেই কথা মনে করিয়ে দিয়েছেন মাশরাফি, ‘আজকে লিটনকে সবাই বাহবা দিচ্ছে। কিন্তু লিটনের যদি শুরুটা দেখেন এর থেকে জঘন্য অবস্থায় ছিল (সামাজিক যোগাযোগমাধ্যমে)। আজকে লিটন আলহামদুলিল্লাহ বাংলাদেশ দলে থিতু হয়েছে। যখন আমি অধিনায়ক ছিলাম, মনে প্রাণে বিশ্বাস করতাম যে লিটনের বেসিক আছে। আজকে সবাই বলে লিটন যতক্ষণ ব্যাটিং করে টিভির সামনে থেকে উঠতে মন চায় না। সেই সময় হাথুরুসিংহে ছিল (হেড কোচ), আমি অধিনায়ক ছিলাম। বিশ্বাস হতো যে এই ছেলেটা বাংলাদেশের সবচেয়ে বড় ভবিষ্যত। আজকে কিন্তু লিটন প্রমাণ করেছে সেটা এবং আপনি বলতে পারবেন না কালকে আবার খারাপ করলে একই জিনিস হবে না। আমরা বিশ্বাস করি লিটনের মধ্যদিয়ে দীর্ঘদিন পর একজনকে ওপেনার হিসেবে পেয়েছে বাংলাদেশ। যারা সিনিয়র তারা চলে যাওয়ার পরে ওই জায়গাটা কাভার করতে পারবে।’
সারাবাংলা/এসএইচএস