Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সাকে সেমিতে তুললেন দেম্বেলে

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৩ ০৮:০৫ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ ১৪:৩৯

স্প্যানিশ কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে শক্ত প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হয় বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে উসমান দেম্বেলের করা একমাত্র গোলে সোসিয়েদাদকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে বার্সা।

ম্যাচের প্রথমার্ধের ৪০ মিনিটের মাথায় সোসিয়েদাদ মিডফিল্ডার ব্রেইস মেন্ডেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয়। আর ১০ জন নিয়ে খেলার ধাক্কা সামলে উঠতে পারেনি রিয়াল সোসিয়েদাদ।

বিজ্ঞাপন

বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য করা বার্সেলোনা প্রথমার্ধে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি।

এর মাঝেই ৩৮তম মিনিটে সার্জিও বুস্কেটসকে বাজে ফাউল করেন ব্রেইস মেন্ডেজ। এরপর ভিএআর দেখে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। এতেই ১০ জনের দলে পরিণত হয় সোসিয়েদাদ। তবে প্রথমার্ধ কোনো দলই গোল করতে না পারায় সমতায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধে ফিরেই ৭ম মিনিটের মাথায় জুলেস কুন্দে ডান দিক থেকে দারুণ আক্রমণে ওঠেন। এরপর ডান দিকের কোণা থেকে এগিয়ে যাওয়া দেম্বেলেকে বল বাড়ান আর সেখান থেকে ডি বক্সে ঢুকে গোল করে বার্সাকে এগিয়ে নেন দেম্বেলে।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ জয়ের আত্মবিশ্বাসে মাঠে নামা সোসিয়েদাদ পরে কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি।

দেম্বেলের করা একমাত্র গোলেই বার্সেলোনা জয় নিয়ে মাঠ ছাড়ে আর নিশ্চিত করে সেমিফাইনাল।

সারাবাংলা/এসএস

উসমান দেম্বেলে বার্সেলোনা বনাম রিয়াল সোসিয়েদাদ স্প্যানিশ কোপা দেল রে

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর