Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনার স্পিনে কুপকাত ঢাকা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৩ ২০:২৫ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ ২০:৫১

নবম বিপিএলে ঢাকা ডমিনেটরসের কিছুতেই যেন কিছু হচ্ছে না। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ জেতার পর টানা ছয় ম্যাচ হেরেছে নাসির হোসেনের দল। খুলনা টাইগার্সের বিপক্ষে অষ্টম ম্যাচ খেলতে নেমেও কোমড় সোজা করে দাঁড়াতে পারল না দলটি। খুলনার স্পিন বিষে নীল হয়ে ১০৮ রানেই গুটিয়ে গেছে ঢাকা।

আগে ব্যাটিং করতে নেমে ৩৮ রানে চতুর্থ উইকেট হারিয়ে বসে ঢাকা, চার উইকেটই নেন স্পিনার নাহিদুল ইসলাম। পরে ঘূর্ণি জাদু দেখিয়েছেন খুলনার জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদও। এই দুই স্পিনারের বিপক্ষে নিয়মিত বিরতিতে উইকেট হারানো ঢাকা একশ পেরুতেই আটকে গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক ইয়াসির আলি রাব্বি। শুরুতেই দুই প্রান্ত থেকে স্পিন আক্রমণ আনেন ইয়াসির। যেটা কাজেও দিয়েছে দুর্দান্তভাবে।

ইনিংসের দ্বিতীয় ওভারে মিজানুর রহমান ও উসমান গনিকে ফেরান নাহিদুল ইসলাম। নিজের পরের দুই ওভারে আরও দুই উইকেট তুলে নেন নাহিদুল। শুরুতেই কোমড় ভেঙে যাওয়া ঢাকা পরে আর দাঁড়াতে পারেনি। মাঝের ওভারগুলোতে দাপট দেখিয়েছেন অপর স্পিনার নাসুম।

অবশ্য অনেকদিন অফ ফর্মে থাকা সৌম্য সরকার অন্যদের আসা যাওয়ার মধ্যে অনেকক্ষণ ক্রিজে ছিলেন। ওপেনিং করতে নেমে ফিফটি করেছেন সৌম্য। ঢাকা শেষ পর্যন্ত একশ পেরুতে পেরেছে সৌম্যর ব্যাটেই। ৪৫ বলে ৬টি চার ২টি ছয়ে ৫৭ রান করেছেন বাঁহাতি ওপেনার।

১৯.৪ ওভারে ১০৮ রানে গুটিয়ে গেছে ঢাকা। ঢাকার পক্ষে ১০ বলে দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেছেন তাসকিন আহমেদ। এছাড়া দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন কেবল অপর পেসার আল-আমিন হোসেন। ১১ বলে ১০ রান করেন আল-আমিন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বিপিএল ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর