শান্তর ব্যাটে সিলেটের চ্যালেঞ্জিং স্কোর
২৪ জানুয়ারি ২০২৩ ১৫:৩২ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ ১৫:৫০
আগে ব্যাটিং করতে নেমে সিলেট স্ট্রাইকার্সের শুরুটা হয়েছিল ভূতুড়ে! পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিমের গতির ঝড়ে মাত্র ১৫ রানেই প্রথম তিন উইকেট হারিয়ে বসে মাশরাফি বিন মুর্তজার দল। তবে তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্ত একপান্ত ধরে অবিচল থাকলেন ইনিংসের শেষ অবদি। মাঝে রান করেছেন টম মরিচ। যাতে বেশ চ্যালেঞ্জিং স্কোরই পেয়েছে সিলেট।
নবম বিপিএলের ২৩তম ম্যাচে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১৭৩ রান তুলেছে সিলেট। শান্ত ৬৬ বলে ৮৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিম সাকিবের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেছে দারুণভাবে। শুরুতে গতির ঝড় তুলেছিলেন ওয়াসিম।
ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম আক্রমণে এসে সিলেটকে এলোমেলো করে দেন ওয়াসিম। প্রথম বলেই সরাসরি বোল্ড করেন জাকির হাসানকে। ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে ফেরান তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিমকে। টম মরিচকে নিয়ে শান্তর প্রতিরোধ।
চতুর্থ উইকেটে ৭৮ রান তোলেন দুজন। মরিচ ৩০ বলে ৪টি চার ১টি ছয়ে ৪০ রান করে ফেরেন। পরে থিসারা পেরেরা ১৬ বলে করেছেন ২১ রান। তারপর আবারও টপাটপ উইকেট হারাতে থাকে সিলেট। তবে শান্ত একপ্রান্তে ছিলেন অবিচল।
২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রানে থেমেছে সিলেট। শান্ত তখন ৬৬ বলে ৮৯ রানে অপরাজিত। তার ইনিংসে ১১টি চার ও ১টি ছয়ের মার।
মোহাম্মদ ওয়াসিম ৩৪ রানে তিন উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও কামরুল ইসলাম।
সারাবাংলা/এসএইচএস