Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাসিম শাহর গতির ঝড়ে কুমিল্লার বড় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৩ ২২:৩৭ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ ২৩:৪৩

খুলনা টাইগার্সের হয়ে এবারের বিপিএল খেলার কথা ছিল নাসিম শাহর। ঘটনাচক্রে সেই নাসিম শাহ পরে হয়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। আজ কুমিল্লার হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই গতির ঝড় তুললেন পাকিস্তানি পেসার। নাসিমের দুর্দান্ত বোলিংয়ে ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ৬০ রানের বড় জয় পেয়েছে কুমিল্লা।

আগে ব্যাটিং করে ১৬৪ রানের সংগ্রহ গড়েছিল কুমিল্লা। পরে নাসিম ঝড়ে ১০৪ রানেই আটকে যায় ঢাকা ডমিনেটরস। নাসিম ৪ ওভার বোলিং করে মাত্র ১২ রান খরচায় চার উইকেট নিয়েছেন। কুমিল্লার এটা টানা চতুর্থ জয়। অপর দিকে টানা ছয় ম্যাচ হারল সপ্তম ম্যাচ খেলতে নামা ঢাকা।

বিজ্ঞাপন

সোমবার (২৩ জানুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৬৪ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে শুরুতেই গতির ঝড় তোলেন নাসিম শাহ। শুরুর দিকে পাকিস্তানি পেসারকে ঠিকভাবে খেলতে পারেননি ঢাকার টপ অর্ডার ব্যাটাররা।

৬ ওভারে ২০ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে ঢাকা, যার দুটিই নেন নাসিম। শুরুতেই বিপদে পরা ঢাকার হয়ে মাঝের ওভারগুলোতে বড় স্কোর গড়তে পারেনি কেউ। মাঝের ওভারে গুরুত্বপূর্ণ সময়ে দুই উইকেট তুলে নিয়ে ঢাকার চাপ অব্যাহত রেখেছেন পাকিস্তানের অপর বোলার খুশদিল শাহ। ১৬তম ওভারে এসে আবারও নাসিম ঝড়। পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন পাকিস্তানি পেসার। তখন থেকে ঢাকার শুধু হারের জন্য অপেক্ষা করার পালা!

নিয়মিত বিরতিতে উইকেট হারানো ঢাকা শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানে খেমেছে। টানা ছয় ম্যাচ হারা দলটির হয়ে উসমান গনি ছয়ে নেমে ৩৩ বলে ৩৪ রান করেছেন। নাসির হোসেন ১৫ বলে ১৭ রান করেছেন।

এর আগে ‘দশে মিলে করি কাজ’ পন্থায় এগিয়েছে কুমিল্লার ইনিংস। আগে ব্যাট করতে নেমে শুরুতেই পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে (৩) হারায় কুমিল্লা। দুর্দান্ত ফর্মে থাকা অপর ওপেনার লিটন দাসও আজ বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে ব্যর্থ।

বিজ্ঞাপন

২০ বলে ২০ রান করেছেন লিটন। তিনে নেমে অধিনায়ক ইমরুল কায়েস ২২ বলে ২৮ ও চারে নেমে জনসন চার্লস ২৫ বলে ৩২ রান করেন। কুমিল্লার রান উঠেছে মূলত ইনিংসের শেষ কয়েক ওভারে। শেষ দিকে ছোট তবে ঝড়ো দুটো ইনিংস খেলেন খুশদিল শাহ ও জাকের আলি।

১৭ বলে দুটি করে চার-ছয়ে ৩০ রান করেন খুশদিল। জাকের ১০ বলে করেছেন ২০ রান। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রানে থেমেছে কুমিল্লা। ঢাকার হয়ে ১৯ রানে দুই উইকেট নিয়েছেন নাসির হোসেন।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ নাসিম শাহ বিপিএল ২০২৩

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর