Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেদ্রির গোলে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৩ ০২:০৮

পেদ্রির গোলে কোনো রকমে হেতাফেকে হারিয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা। ঘরের মাঠে এদিন যেন নিজেদের স্বরূপে ছিল না জাভি হার্নান্দেজের দল।

হেতাফের বিপক্ষে এই জয় চলতি মৌসুমে লা লিগায় বার্সার ১৪তম জয়। এতেই ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতালান ক্লাবটি। আর হেতাফের পয়েন্ট ১৮ ম্যাচে মাত্র ১৭। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে গেল কাতালুনিয়ার দলটি। অবশ্য মাদ্রিদের দলটি কম খেলেছে এক ম্যাচ।

বিজ্ঞাপন

রিয়াল মাদ্রিদকে হারিয়ে কদিন আগেই স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলেছে বার্সা। ক্যাম্প ন্যুতে ম্যাচের আগে তাই সমর্থকদের সামনে সুপার কাপের শিরোপা উঁচিয়ে ধরে।

হেতাফের বিপক্ষে ম্যাচের শুরুতেই বল নিয়ন্ত্রণে রেখে আক্রমণ করে যাচ্ছিল বার্সা। তবে আক্রমণে ছিল না তেমন ধার। ২৩তম মিনিটে বক্সে বল পেলেও আনসু ফাতি ভারসাম্য হারিয়ে শট নিতে পারেননি। সাত মিনিট পর বাঁ দিক থেকে নেওয়া গাভির কোনাকুনি শটে বল যায় গোলরক্ষকের গ্লাভসে।

এরপর গোলের দেখা পেয়ে বার্সাকে অপেক্ষা করতে হয় ম্যাচের ৩৫তম মিনিট পর্যন্ত। জুল কুন্দের পাস ধরে রাফিনিয়া ক্রস বাড়ান পেদ্রির উদ্দেশে। গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারের স্লাইড করার আগেই নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন পেদ্রি। এই এক গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বার্সা।

বিরতির পর ফিরেও ধীর গতিতে খেলতে থাকে বার্সা। বল দখলে রাখলেও তেমন কোনো বিপদ তৈরি করতে পারছিল না বার্সা। অবশেষে ম্যাচের শেষ দিকে এসে কিছুটা উত্তাপ ছড়ায়। বার্সা দ্বিতীয় গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে  ৮০তম মিনিটে ফাতি নষ্ট করেন বাইরে মেরে। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণের সেরা সুযোগটি নষ্ট করেন ম্যাচে আলো ছড়ানো কেসিয়ে। দেম্বেলের পাস ধরে বক্সে জায়গা করে নিয়েছিলেন তিনি, কিন্তু এই মিডফিল্ডারের শট ছুটে এসে আটকান গোলরক্ষক।

বিজ্ঞাপন

আর শেষ মুহূর্তে এসে আনসু ফাতি আরও একটি সুযোগ হাতছাড়া করেন। আর শেষ দিকে এসে হেতাফের জুমানি লাতাসার দারুণ এক হেড লাফিয়ে পড়ে ঠেকান টার স্টেগান। আর তাতেই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

সারাবাংলা/এসএস

টপ নিউজ পেদ্রি বার্সেলোনা স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর