শ্বাসরুদ্ধকর ম্যাচে ইউনাইটেডকে হারাল আর্সেনাল
২৩ জানুয়ারি ২০২৩ ০১:৫৪ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ ১২:০৫
এবারের প্রিমিয়ার লিগে নিজেদের আধিপত্য ধরে রেখেই এগোচ্ছে আর্সেনাল। আর দীর্ঘদিন পর লিগ শিরোপা জয়ের লক্ষ্যে এবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে গানার্সরা। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচের শেষ মুহূর্তে এসে আর্সেনালকে দারুণ এক জয় এনে দিয়েছেন এনকেটিয়া।
এমিরেটস স্টেডিয়ামে রোববার ম্যাচের ৮৯তম মিনিট পর্যন্তও ২-২ গোলে সমতা ছিল। তবে শেষ মুহূর্তে এসে এডি এনকেইটার দারুণ এক গোলে ৩-২ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। রোমাঞ্চকর এই জয়ে লিগ টেবিলে ম্যানচেস্টার সিটির চেয়ে আবারও ৫ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল।
ম্যাচের ১৭তম মিনিটে মার্কাস রাশোফোর্ডের দারুণ এক গোলে লিড নেয় সফরকারী ম্যানচেস্টার ইউনাইটড। এর মিনিট সাতেক পর এনকেইটা গোল করে আর্সেনালকে সমতায় ফেরান। বিরতি থেকে ফিরে ৫৪তম মিনিটে বুকায়ো সাকার দুর্দান্ত এক গোলে লিড নেয় গানার্সরা। তবে লিড বেশি সময় ধরে রাখতে দেননি লিসান্দ্রো মার্টিনেজ। হেডে করা তার গোলে ৫৯তম মিনিটে সমতায় ফেরে রেড ডেভিলরা। আর ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে গানার্সদের জয় এনে দেন এনকেইটা।
ম্যাচের ১৭তম মিনিটে গোলের উদ্দেশ্যে প্রথম শট নেয় তারা এবং রাশফোর্ডের অসাধারণ নৈপুণ্যে এগিয়েও যায়। প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে ওঠা আক্রমণে ব্রুনো ফের্নান্দেসের পাস ধরে দূর থেকে শট নেন ইংলিশ ফরোয়ার্ড, পোস্ট ঘেঁষে বল খুঁজে নেয় ঠিকানা। আসরে তার গোল হলো মোট ৯টি। এর মধ্যে ৬টি করলেন সবশেষ ৯ ম্যাচে।
আচমকা পিছিয়ে পড়ার ধাক্কা সামলে আবারও টানা আক্রমণ করতে থাকে আর্সেনাল। সাত মিনিটের মধ্যে পেয়ে যায় গোলও। গ্রানিত জাকার কর্নারে দূরের পোস্টে বল পেয়ে দারুণ হেডে সমতা টানেন এনকেটিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়েও যেতে পারত আর্সেনাল। তবে অলেকসান্দার জিনচেঙ্কোর দূর থেকে নেওয়া কোনাকুনি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। মাঝপথে ডি-বক্সে বলে পা ছোঁয়ানোর সুযোগ ছিল এনকেটিয়ার সামনে, তিনি তা করতে পারলেও স্বাগতিকদের জন্য সুখকর কিছু হতে পারত।
দ্বিতীয়ার্ধে ফিরেই দারুণ এক আক্রমণে বুকায়ো সাকার অসাধারণ এক গোলে লিড নেয় আর্সেনাল। ডান দিকে সতীর্থের ছোট পাস ধরে প্রায় ২২ গজ দূর থেকে কোনাকুনি শটে জালে বল পাঠান ইংলিশ ফরোয়ার্ড। দুই মিনিট পরই সমতা টানতে পারত ইউনাইটেড। রাশফোর্ডের শট একজনের পায়ে লেগে সামান্য দিক পাল্টে জালে যাচ্ছিল, দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে একহাতে কোনোমতে ফেরান গোলরক্ষক অ্যারন র্যামসডেল।
অবশ্য সমতায় ফিরতে বেশি সময় নেয়নি রেড ডেভিলরা। ৫৯তম মিনিটে কর্নারে বল পাঞ্চ করার চেষ্টায় ঠিকমতো পারেননি র্যামসডেল। বল তার হাতে লেগে পড়ে মার্টিনেজের সামনে। ছয় গজ বক্সের মুখ থেকে হেডে ইউনাইটেডের জার্সিতে নিজের প্রথম গোল করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার।
রেড ডেভিলরা সমতায় ফেরার পর আর্সেনাল আক্রমণের গতি আরও বাড়িয়ে দেয়। গোলের খুব কাছেও চলে এসছিল তারা। সাকার প্রথম গোলের পুনরাবৃত্তিই করার চেষ্টা করেন নিজেই। ৭০তম মিনিটে তার বাঁকানো শট গোলপোস্টে লেগে বেরিয়ে যায়। ৮৪তম মিনিটে আট গজ দূর থেকে এনকেটিয়ার শট দারুণ নৈপুণ্যে রুখে দলকে সমতায় রাখেন গোলরক্ষক ডেভিড ডি গিয়া।
ম্যাচের অন্তিম মুহূর্তে এসে এনকেটিয়া দারুণ এক গোল করে আর্সেনালকে জয় এনে দেন। গানার্সরা মাঠ ছাড়ে ৩-২ গোলের জয় নিয়ে। এই জয়ে ১৯ ম্যাচে ১৬ জয় ও দুই ড্রয়ে আর্সেনালের পয়েন্ট ৫০। এক ম্যাচ বেশি খেলা ম্যানচেস্টার সিটি ৪৫ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। সিটির সমান ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নিউক্যাসল ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচ পর হারের তেতো স্বাদ পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ৩৯ পয়েন্ট নিয়েই আছে চার নম্বরে। আর ৩৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে টটেনহ্যাম হটস্পার।
সারাবাংলা/এসএস
আর্সেনাল বনাম ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা