জাতীয় দলে খেলার চিন্তা আর করেন না আশরাফুল, চান মাশরাফি ফিরুক
২২ জানুয়ারি ২০২৩ ১৭:১২ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৩ ১৭:২০
মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেটের প্রথম ‘তারকা’। একটা সময় বাংলাদেশের জয়-পরাজয় নির্ভর করত আশরাফুলের ব্যাটে। আশরাফুলের ব্যাট হাসলে বাংলাদেশও হাসত। তবে কালের বিবর্তনে পরিস্থিতি পাল্টে গেছে। আশরাফুল এখন অস্ত যাওয়ার মুখে এক সূর্য। স্পট ফিক্সিংয়ে জড়িয়ে নিজের স্বর্ণালী ক্যারিয়ার নিজেই নষ্ট করেছেন। নিষিদ্ধ হয়েছিলেন পাঁচ বছর। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরে অবশ্য বারবার জাতীয় দলে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন আশরাফুল। সেই প্রত্যাশা পূরণ হয়নি। এখন ইচ্ছেটাও যেন মরে গেছে আশরাফুলের।
বললেন জাতীয় দলে ফেরার স্বপ্ন আর দেখেন না। বয়স ৩৮’শে পরেছে। অনেকদিন যাবত ব্যাটিংয়ে ফর্মও বলার মতো নয়। এবারের চলতি বিপিএলে দল পাননি আশরাফুল। সব মিলিয়ে হয়তো বাস্তবতাটা মেনে নিচ্ছেন। তবে বন্ধু মাশরাফি বিন মুর্তজাকে আবারও জাতীয় দলের জার্সিতে দেখার প্রত্যাশা আশরাফুলের।
রোববার (২২ জানুয়ারি) মিরপুরে এক অনুষ্ঠানে আবারও জাতীয় দলে ফেরার প্রশ্নে আশরাফুল বলেন, ‘এখন আর আশা (জাতীয় দলে ফেরার) করি না। আমি তো যথেষ্ট ক্রিকেট খেলেছি। কিন্তু যারা তরুণ তারা যে বসে আছে, আমি তাদেরকে নিয়ে চিন্তিত। আমি এখন শুধু খেলতে চাই।’ সব ধরনের ক্রিকেট থেকে অবসরের বার্তাও দিয়ে রাখলেন আশরাফুল, ‘আর হয়তো একটা-দুইটা সিজন খেলব তারপর তো… যথেষ্ট ইনশাআল্লাহ।’
তবে বিদায়ের বার্তা দিলেও আশরাফুল জানিয়েছেন, থাকতে চান ক্রিকেটের সঙ্গেই, ‘এখনও সেভাবে চিন্তা করিনি (অবসর)। তবে ক্রিকেটের সঙ্গে থাকতে চাই। যেহেতু আমার খেলার একটা অভিজ্ঞতা আছে। আমি সেই জিনিসগুলো শেয়ার করতে চাই।’
টি-টোয়েন্টি থেকে অনেক আগে অবসর নেওয়া বন্ধু মাশরাফি বিন মুর্তজা চলতি বিপিএলে খেলছেন দুর্দান্ত। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৯ উইকেট নেওয়া মাশরাফি বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারীও ছিলেন। তিনি ওভারপ্রতি রান খরচ করেছেন মাত্র ৬.৭৫।
টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডেতে মাশরাফির ফেরার সুযোগ আছে। ওয়ানডেতে মাশরাফিকে ফেরানো উচিত বললেন আশরাফুল।
তিনি বলেন, ‘পারফরম্যান্সে তো অবশ্যই জাতীয় দলে আসা উচিত মাশরাফির। আপনি যদি সবমিলিয়ে দেখেন, তরুণ পেসার যারা আছে তাদের থেকে ইকোনোমি, উইকেট সবকিছুতেই কিন্তু (মাশরাফি) ভালো। কিন্তু এখন সে খেলবে কিনা এটা গুরুত্বপূর্ণ।’
সারাবাংলা/এসএইচএস