মেসি-রোনালদোদের ৯ গোলের রোমাঞ্চ শেষে পিএসজির জয়
২০ জানুয়ারি ২০২৩ ০৮:৩৫ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ ১২:০৫
রূপকথার রজনী বুঝি একেই বলে! ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির দ্বৈরথের কতো কাব্যই লেখা আছে। সময় আর বয়সের ভার দুই মহা-তারকাকে অবশ্য এখন দুই দিকে ছিটকে দিয়েছে। আরব্য নগরীতে দুই মহা-তারকার মুখোমুখি লড়াই তাই আগে থেকেই বাড়তি রোমাঞ্চ ছড়াচ্ছিল। অনেকে মনে করছেন এটাই হয়তো মেসি-রোনালদোর মাঠের শেষ দ্বৈরথ। সম্ভাব্য শেষ দ্বৈরথটা হলোও বলার মতো। মোট ৮ গোল হয়েছে মেসি-রোনালদোর দ্বৈরথে। আক্রমণ পাল্টা-আক্রমণের ফুলঝুরি ছোটানো ম্যাচে শেষ পর্যন্ত ৫-৪ গোলে জিতেছে পিএসজি।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রীতি ম্যাচে লিওনেল মেসির পিএসজির বিপক্ষে সৌদি আরবের প্রো লিগের ফুটবলারদের নিয়ে গড়া রোনালদোর অল-স্টার একাদশ খেলেছে দাপুটে। ম্যাচটা ঘটনাবহুল হলো ভিন্ন কারণেও।
পিএসজির হয়ে প্রথম পেনাল্টি নিতে গিয়ে মিস করেছেন নেইমার। ম্যাচের ৩৯ মিনিটে লাল কার্ড দেখেন পিএসজির জোয়ান বের্নাত। মেসি ম্যাচের শুরুর গোলটি করেছেন। অপর দিকে অল-স্টার একাদশের হয়ে জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পিএসজির হয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, সার্জিও রামোস, মারকিউনহোস।
অল-স্টার একাদশের অধিনায়কত্ব করেছেন রোনালদো। মাঠে রোনালদোর উপস্থিতিও ছিল অধিনায়কের মতো। ম্যাচের শুরুতে লিওনেল মেসির পা থেকে বল কেড়ে নেন রোনালদো। কিং ফাহাদ স্টেডিয়ামে তখন দর্শকদের গর্জন। অবশ্য খানিক বাদেই উল্লাস করতে পেরেছেন পিএসজির সমর্থকরা। গোল করে দলকে এগিয়ে দেন সেই মেসিই।
নেইমারের বাড়নো মাপা পাসে দারুণ এক কাট শটে গোল করেন পিএসজি তারকা। পিছিয়ে পরা অল-স্টারসের হয়ে তারপর ঝলক দেখিয়ে গেছেন রোনালদো। ম্যাচের ষষ্ঠ মিনিটে সার্জিও রামোসকে পেছনে ফেলে দারুণ একটা শট নিয়েছিলেন রোনালদো। কিন্তু পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস ঠেকিয়ে দেন। সাত মিনিট পর আবারও রোনালদোকে হতাশ করেন পিএসজি গোলরক্ষক। তবে ৩২ মিনিটে রোনালদোকে আটকাতে পারেননি নাভাস।
বল ক্লিয়ার করতে গিয়ে ডি-বক্সে রোনালদোকে ফাউল করেন পিএসজি গোলরক্ষক। পরে পেনাল্টিতে গোল করতে ভুল করেননি রোনালদো। অবশ্য তার আগে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল পিএসজি। দুই মিনিটের ব্যবধানে নেইমারের দুই শট ঠেকিয়ে দেন অল-স্টারস গোলরক্ষক। ২৫ মিনিটে মেসির পাস থেকে গোল করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে অফসাইডে গোল বাতিল হয়েছে।
৩৯ মিনিটে ১০ জনের দলে পরিণত হয়েছে পিএসজি। প্রতিআক্রমণে উঠা অল-স্টারের সালেম আল দাওসারিকে ফাউর করে লাল কার্ড দেখেন বার্নাত। অবশ্য তার তিন মিনিট পরই গোল পায় পিএসজি। এমবাপ্পের মাপা পাসে গোল করেন মারকিউনহোস। খানিক বাদে পেনাল্টি আদায় করে নেন নেইমার। নিজে সেই পেনাল্টি নিতে গিয়ে মিস করেন ব্রাজিলিয়ান তারকা।
প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান ২-২ করে অল-স্টার। আবারও গোল করেন রোনালদো। রোনালদোর হেড দুরের পোস্টে লেগে প্রতিহত হয়। ফিরতি বল বিপদমুক্ত করতে পারেনি পিএসজির ফুটবলাররা। ক্ষিপ্র গতিতে ছয় গজ দূর থেকে বাঁপায়ের শটে লক্ষ্যভেদ করেন রোনালদো।
প্রথমার্ধে আর গোল হয়নি। ম্যাচের ৫৩ মিনিটে তৃতীয়বারের মতো এগিয়ে যায় পিএসজি। কিলিয়ান এমবাপ্পের মাপা পাসে গোল করেন সার্জিও রামোস। এই লিডও অবশ্য বেশিক্ষণ থাকেনি। তিনি মিনিট পর অল-স্টারসের হয়ে গোল করেন সু-ইয়াং। খানিক বাদে পিএসজিকে আবারও এগিয়ে নেন এমবাপ্পে। পেনাল্টিতে গোল করেন ফরাসি তারকা।
খানিক বাদে ম্যাচের রং হারিয়েছে অনেকটা। রোনালদোকে তুলে নেন অল-স্টারসের কোচ। কিছুক্ষণ পর পিএসজি কোচও মেসি, নেইমার, এমবাপ্পে, রামোসদের তুলে নেন। তারকারা উঠে গেলেও গোলের ঝাঁঝ অবশ্য কমেনি। ৭৮ মিনিটে স্কোরলাইন ৫-৩ করেন এমবাপ্পের বদলি হিসেবে নামা একিতিকে। ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান ৪-৫ করেন তালিস্কা। শেষ পর্যন্ত এই ৪-৫ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছেড়েছে পিএসজি।
সারাবাংলা/এসএইচএস