Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাথুরুসিংহে ফের বাংলাদেশের কোচ হলে ভালোই হবে: সুজন

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৩ ১৯:৩৮ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৩ ১৯:৫১

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচের পদটি বেশ কিছুদিন যাবত ফাঁকা। ভারত সিরিজ শেষে হেড কোচের পদ থেকে পদত্যাদ করেছেন রাসেল ডমিঙ্গো। তারপর থেকে নতুন কোচ হিসেবে বেশ কিছু নামই শোনা যাচ্ছে। তবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সাবেক শ্রীলংকান কোচ চন্ডিকা হাথুরুসিংহের নাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলছেন, আবারও শ্রীলংকান এই কোচ ফিরে এলে বাংলাদেশের জন্য সেটা বেশ ভালোই হবে।

বিজ্ঞাপন

২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন হাথুরুসিংহে। সে সময় তার অধিনে বেশ ভালো সাফল্যই পেয়েছিল বাংলাদেশ। ২০১৫ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে বাংলাদেশ। ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সিরিজ জয়ও এসেছে তার অধিনে। টেস্টে হাথুরুর অধিনেই ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। তবে লংকান এই কোচের কিছু নেতিবাচক দিকও আলোচিত হয়েছিল।

বিজ্ঞাপন

শেষ দিকে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না হাথুরুসিংহের। মাশরাফি বিন মুর্তজাকে টি-টোয়েন্টি থেকে অবসর নিতে অনেকটা বাধ্য করাতেও ভূমিকা ছিল তার। ফলে ফের তার ফেরার আলোচনায় বিভিন্ন কথাই উঠছে। তবে পরিসংখ্যান পক্ষেই কথা বলে হাথুরুসিংহের।

খালেদ মাহমুদ সুজন মনে করছেন, হাথুরু ফিরলে বাংলাদেশ ক্রিকেটের জন্য সেটা ভালোই হবে, ‘হাথুরুর ব্যাপারটা আমি সিউর না। তবে হাথুরু এলে ভালো। ও এখানে কাজ করে গেছে, বাংলাদেশের অনেক ভালো পারফরম্যান্স আছে। আমার বিশ্বাস ও এখন আরও ম্যাচিউর, আমাদের জন্য ভালো হবে।’

‘ও আসলে ভালোই হবে, ও এসে বাংলাদেশ ক্রিকেটের অনেক কিছু বদলে দিয়েছিল, পারফরম্যান্সটা ভালো হচ্ছিল। দ্বিতীয়বার আসাটা খারাপ হবে না, আমিও খারাপভাবে নিচ্ছি না। যেহেতু আমাদের উপমহাদেশের মানুষ, আমাদের সম্পর্কে ভালো জানেন, বুঝেন। ওর অভিজ্ঞতা এখন অনেক সত্যি বলতে গেলে,’ বলেন সুজন।

গত এশিয়া কাপ টি-টোয়েন্টি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ শ্রীধরন শ্রীরামের অধিনে খেলেছে বাংলাদেশ। শ্রীধরনের কাজে সন্তুষ্ট বিসিবি। টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানও ভারতীয় এই কোচের প্রতি সন্তুষ্ট। ফলে শ্রীধরন শ্রীরামকে দীর্ঘ মেয়াদে টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়ার আলোচনা শোনা যাচ্ছিল।

হাথুরুসিংহে এলে শ্রীরামের বিষয়ে কি ভাবা হবে? এমন প্রশ্নে সুজন বলেন, ‘বিসিবিতে আমরা চিন্তা করি আমাদের জন্য কোনটা ভালো। আমাদের জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য কে ভালো হবে। সেটা যদি হাথুরু হয় বা শ্রীরাম হয়, বা যে কেউ হোক না কেন, বা দুইজন হয় সেটাও ভালো, তিনজন হলেও ভালো। যেটা দেশের জন্য, দলের জন্য ভালো, সেটা চিন্তা করব। যে আসে সে যেন দেশকে সার্ভিস দিতে পারে। লম্বা সময় যেন কোচিং করাতে পারে, এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার।’

সারাবাংলা/এসএইচএস

খালেদ মাহমুদ সুজন চন্ডিকা হাথুরুসিংহে বিসিবি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর