Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমের ব্যাটে রান, খুলনার বড় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৩ ১৭:১৮ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ ১৭:৫৭

অনেকদিন ব্যাট হাসছিল না তামিম ইকবালের। বিপিএলে তার দল খুলনা টাইগার্সও জয় পাচ্ছিল না। আজ রংপুর রাইডার্সের বিপক্ষে দুটিই মিলল। তামিমের দারুণ এক হাফ সেঞ্চুরিতে ৯ উইকেটের বড় জয় পেয়েছে খুলনা।

জয়ের রাস্তাটা অবশ্য গড়ে দিয়েছিলেন বোলাররা। ওয়াহাব রিয়াজ, আমাদ ভাটদের দারুণ বোলিংয়ে রংপুরকে ১২৯ রানেই আটকে রেখেছিল খুলনা। পরে তামিমের ব্যাটে সহজেই পেরিয়েছে এই টার্গেট।

চতুর্থ ম্যাচ খেলতে নামা খুলনার এটা প্রথম জয়। অপর দিকে রংপুর চতুর্থ ম্যাচ খেলতে নেমে দ্বিতীয় হারের তেতো স্বাদ পেলো।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২৯ রানের জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়েছে খুলনার। তামিমের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন তরুণ মুনিম শাহরিয়ার। যতক্ষণ ক্রিজে থেকেছেন বেশ ভালো ব্যাটিংই করেছেন মুনিম।

দলীয় ৪১ রানের মাথায় ফিরেছেন ২১ বলে ২১ রান করে। তারপর তিনে নেমে শুরুতে ভুগেছেন অপর তুরুণ মাহমুদুল হাসান জয়। প্রথম ২১ বলে জয়ের রান ছিল মাত্র ৯! অবশ্য অপরপ্রান্তে তামিম রান তুলছিলেন বলে জয়ের ওপর চাপ পরেনি। যাতে পরে হাত খুলে খেলে বলের সঙ্গে রানের ব্যবধান কমাতে পেরেছেন তরুণ টপ অর্ডার ব্যাটার।

তামিম-জয় জুটি ভাঙতে পারেনি রংপুর রাইডার্সের বোলিং আক্রমণ। ১৮.২ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩০ রান তুলে ফেলে খুলনা। তামিম তখন ৪৭ বলে ৬০ রানে অপরাজিত। তার ইনিংসে চারের মার ৪টি, ছক্কা ২টি। মাহমুদুল অপরাজিত ছিলেন ৪২ বলে ৩৮ রান করে।

এর আগে ওয়াহাব রিয়াজ ও আমাদ ভাট বোলিং দাপট দেখিয়েছেন। নুরুল হাসান সোহানের ইনজুরির কারণে নতুন অধিনায়কের অধিনে আজ খেলেছে রংপুর। দলটিকে নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানি তারকা শোয়েব মালিক। মিডল অর্ডারে ১৪ বলে ৯ রান করে আউট হয়েছেন শোয়েব। অন্যরাও সফল হতে পারেননি ব্যাট হাতে।

বিজ্ঞাপন

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ১২৯ রানে গুটিয়ে গেছে দলটি। ৩৪ বলে দুটি করে চার-ছয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন মেহেদি হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেছেন পারভেজ হোসেন ইমন।

খুলনার পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াদ ৪ ওভারে মাত্র ১৪ রান খরচায় নিয়েছেন চার উইকেট। ৩ ওভারে ১৩ রান খরচায় তিন উইকেট নিয়েছেন আমাদ ভাট।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ তামিম ইকবাল বিপিএল ২০২৩

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর