বিশ্বকাপে অস্ট্রেলিয়া বধের পর শ্রীলংকার বিপক্ষেও বাংলাদেশের দাপট
১৬ জানুয়ারি ২০২৩ ১৬:৩৯ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ ১৬:৪১
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের শুরুটা বাংলাদেশের হয়েছে অসাধারণ। নিজেদের প্রথম ম্যাচে শক্তিধর অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেও ব্যাট হাতে দাপট দেখাল বাংলাদেশি বাঘিনীরা। শ্রীলংকার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১৬৫ রানের বিশাল স্কোর দাঁড় করিয়েছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল।
সোমবার (১৬ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনিতে বাংলাদেশের এই সংগ্রহে বড় অবদান ওপেনার আফিয়া প্রত্যাশা ও মিডল অর্ডার ব্যাটার স্বর্ণা আক্তারের। দুর্দান্ত দুটি ফিফটি তুলে নিয়েছেন দুজন।
আগে ব্যাট করতে নেমে রীতিমতো ঝড় তুলতে চেয়েছেন ওপেনার আফিয়া প্রত্যাশা। অপর ওপেনার মিস্টি সাহা কিছুটা রয়েসয়ে খেললেও অন্যপ্রান্তে স্কোকের ফুলঝুড়ি ছুটান প্রত্যাশা। ১২তম ওভারের প্রথম বলে আউট হওয়ার আগে ৪৩ বলে ৫টি চার ৩টি ছয়ে ৫৩ রান করেন প্রত্যাশা। অপর ওপেনার মিস্টি সাহা খানিক বাদে ফিরেছেন ২৪ বলে ১৪ রান করে।
এরপর আর উইকেট হারায়নি বাংলাদেশ অনূধর্ব-১৯ দল। তৃতীয় উইকেটে ৮৬ রানের দুর্দান্ত অবিচ্ছিন্ন একটা জুটি গড়েন স্বর্ণা আক্তার ও দিলারা আক্তার। স্বর্ণা মাত্র ২৮ বলে ৩টি চার ২টি ছয়ে ঠিক ৫০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। চারে নামা দিলারা ২৭ বলে ৩টি চার ১টি ছয়ে ৩৬ রান করে অপরাজিত ছিলেন।
শ্রীলংকার হয়ে ১টি উইকেট নেন রাশমি নেথরাঞ্জলি।
সারাবাংলা/এসএইচএস