Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলির আরেকটা রেকর্ড গড়া সেঞ্চুরি, ভারতের বিশ্বরেকর্ড গড়া জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৩ ২০:৩৩ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ২০:৪৭

চামিকা কারুনারত্নের অফসাইডে থাকা বলটি লং অনে ঠেলে দিয়ে এক রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি। তারপর যেন ডানা মেলে দিতে চাইলেন! এই সেঞ্চুরিটা যে বড় এক অর্জনের, শচীন টেন্ডুলকারের রেকর্ডের আরও কাছে যাওয়ার। ৮৫ বলে সেঞ্চুরি পূর্ণ করা কোহলি আজ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৬৬ রানে। ম্যাচে ৩১৭ রানে জিতেছে ভারত, যেটা সর্বোচ্চ ব্যবধানে জয়ের বিশ্বরেকর্ড।

ওয়ানডেতে সর্বশেষ চার ম্যাচে কোহলির এটা তৃতীয় সেঞ্চুরি। বাংলাদেশ সফরে শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন। শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে করেছিলেন ১১৩ রান। আজ অপরাজিত ১৬৬। এই সেঞ্চুরিতে কোনো নির্দিষ্ট দেশের বিপক্ষে সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড নিজের নামে লিখে নিলেন কোহলি।

বিজ্ঞাপন

এতোদিন এই রেকর্ড ছিল শচীন টেন্ডুলকারের দখলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯টি ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন শচীন। আজকের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে কোহলির ওয়ানডে সেঞ্চুরি সংখ্যা দাঁড়াল ১০। অর্থাৎ রেকর্ডটা এখন শুধুই কোহলির।

৪৯ সেঞ্চুরি করে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকার। আজকের সেঞ্চুরিতে শচীনের আরও কাছে গেলেন কোহলি। কোহলির ওয়ানডে সেঞ্চুরি সংখ্যা দাঁড়াল ৪৬টি। একটা সময় মনে হচ্ছিল শচীনের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভাঙা অসম্ভব। কিন্তু ধীরে ধীরে শচীনের একদম কাছে পৌঁছেছেন কোহলি।

শেষ পর্যন্ত আজ ১১০ বল খেলে ১৩টি চার ৮টি ছক্কার সাহায্যে ১৬৬ রানে অপরাজিত ছিলেন কোহলি। সেঞ্চুরি করেছেন তরুণ ওপেনার শুভমান গিলও। ৯৭ বলে ১১৬ রান করেছেন তিনি। যাতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৯০ রান তোলে ভারত।

বিজ্ঞাপন

পাহাড়সম রানের জবাব দিতে নেমে পরে স্রেফ ভেঙে পরেছে শ্রীলংকার ব্যাটিং লাইনআপ। মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামিদের বোলিং তোপে মাত্র ৭৩ রানে গুটিয়ে গেছে শ্রীলংকা। যাতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ৩১৭ রানের জয় পেয়েছে ভারত। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে রানের হিসেবে এটা সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড।

সারাবাংলা/এসএইচএস

বিরাট কোহলি শচীন টেন্ডুলকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর