হৃদয় ঝড়ের ম্যাচে সিলেটের বিশাল জয়
১০ জানুয়ারি ২০২৩ ২৩:০০ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ ০৯:৪১
তাওহিদ হৃদয়ের ব্যাটিং ঝড়ে ২০১ রানের বিশাল স্কোর গড়েছিল সিলেট স্ট্রাইকার্স। মিরপুরে নবম বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে অবশ্য রান উঠছে। তবুও ২০১ রান পেরুনো কী আর সহজ কথা? কঠিন এই রাস্তা পারি দিতে নেমে কাছাকাছিও যেতে পারেনি ঢাকা ডমিনেটরস। ১৩৯ রানেই গুটিয়ে গেছে নাসির হোসেনের দল। যাতে ৬২ রানের বিশাল জয় পেয়েছে সিলেট।
চলতি বিপিএলে এ নিয়ে চার ম্যাচ খেলে চারটিতেই জিতল সিলেট। অপর দিকে দুই ম্যাচ খেলা ঢাকা প্রথম হারের স্বাদ পেলো।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০১ রানের পাহাড় ডিঙাতে হলে ঢাকা ডমিনেটরসের হয়ে কাউকে না কাউকে টর্নেডো ইনিংস খেলতেই হতো। কিন্তু ৩০ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বিপদে পরা ঢাকার হয়ে কেউই সেভাবে ব্যাটিং করতে পারেননি।
মিডল অর্ডারে মোহাম্মদ মিঠুন ও অধিনায়ক নাসির হোসেন চল্লিশের ঘরে দুটি ইনিংস খেলেছেন। তবে বিশাল স্কোর তাড়া করতে নেমে ওই দুই ইনিংস যথেষ্ট হয়নি, কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে। ২৮ বলে ৩টি চার ২টি ছয়ে ৪২ রান করেছেন মিঠুন। নাসির ৩৫ বলে ৫টি চার ১টি ছয়ে ৪৪ রান করেন।
ঢাকা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৩ ওভারে ১৩৯ রানে গুটিয়ে গেছে। দলটির পক্ষে তৃতীয় সর্বোচ্চ ১২ রান করেছেন দিলশান মুনাওয়ারা।
সিলেটের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা, ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির। মাশরাফি তিন ওভারে মাত্র ১২ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। আমির চার ওভারে দিয়েছেন ১৯, ইমাদ ৪ ওভারে দিয়েছেন ২৪ রান।
এর আগে সিলেটের দুইশোর্ধ্ব ইনিংসে বড় অবদান তরুণ তাওহিদ হৃদয়ের। নবম বিপিএলে নিজেকে যেন নতুন করে চেনাচ্ছেন তরুণ তাওহিদ হৃদয়। তরুণ এই ক্রিকেটার ‘হার্ড হিটার’ হিসেবে পরিচিত ছিলেন না কখনোই। কিন্ত সম্প্রতি নিজেকে যেন অমুল পাল্টে ফেলেছেন বগুড়ার ২২ বছর বয়সী তরুণ। চলতি বিপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচ ব্যাটিং করার সুযোগ পাওয়া হৃদয় তিন ম্যাচেই ঝড়ো ফিফটি তুলে নিয়েছেন।
সিলেটের প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি হৃদয়। দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ৩৪ বলে করেছিলেন ৫৫। তৃতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৩৭ বলে করেছিলেন ৫৭। ওই দুই ম্যাচেই দল জিতেছে এবং ম্যাচ সেরা হয়েছেন হৃদয়। আজও হয়তো পুরস্কারটা শোভা পাবে তার হাতে! এর মধ্যে চলতি বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন হৃদয়।
আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ওপেনার মোহাম্মদ হারিসকে (৬) হারায় সিলেট। তবে এই ধাক্কাটা বুঝতেই দেননি অপর ওপেনার নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়।
দ্বিতীয় উইকেটে প্রতিপক্ষের বোলিং আক্রমণের নাভিশ্বাস তুলে ৮৮ রানের জুটি গড়েছেন মাত্র ৫৭ বলে। শান্ত দলীয় ১০৫ রানের মাথায় ৩৭ বল খেলে ৭টি চার ২টি ছয়ে ৫৭ রান করে ফিরেন। এরপর একপ্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে সিলেট। কিন্তু হৃদয়ের এসব দেখতে বয়েই গেছে! ব্যাট হাতে অপরপ্রান্তে ঝড় অব্যাহত করেছিলেন তরুণ ক্রিকেটার।
শেষ ওভারে আউট হওয়ার আগে ৪৬ বলে ৫টি করে চার-ছয় মেরে ৮৪ রান করেন হৃদয়। থিসারা পেরেরার ব্যাাট থেকে তৃতীয় সর্বোচ্চ ১১ রান এসেছে।
ঢাকার হয়ে ৪ ওভারে ৪৫ রান খরচায় তিন উইকেট নিয়েছেন আল-আমিন। ৩৬ রান খরচায় দুটি উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ।
সারাবাংলা/এসএইচএস