Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবম বিপিএলের প্রথম সেঞ্চুরি করলেন আজম খান

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৩ ২০:৫৯ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৩ ২১:০২

ইনিংসের শেষ দিকে আজম খানের ব্যাট চালানো দেখে মনে হচ্ছিল, ব্যাট নয় যেন তরবারি চালাচ্ছেন! চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলারদের আজ স্রেফ কচুকাটা করেছেন খুলনা টাইগার্সের পাকিস্তানি এই ব্যাটার। দুর্দান্ত ব্যাটিংয়ে নবম বিপিএলের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন আজম।

সেঞ্চুরি হতে পারে, এমন ইনিংস এবারের বিপিএলে তেমন দেখা যায়নি। আজম খান আজ সম্ভবনা জাগালেন এবং আসরের প্রথম সেঞ্চুরি পূর্ণও করলেন। মাত্র ৫৮ বল খেলে ১০৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন আজম। তাতে ১৭৮ রানের বড় স্কোর গড়েছে খুলনা।

বিজ্ঞাপন

সোমবার (৯ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজম ঝড় শুরু হয়েছিল একটু পরে। আগে ব্যাটিং করতে নেমে ১২ রানে দুই উইকেট হারিয়ে ফেলে খুলনা। শারজিল খান ৫ রান করে ফেরেন, ৬ রান করে ফিরেছেন তিনে নামা হাবিবুর রহমান সোহান।

অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল যাবো যাবো করে থাকলেও প্রত্যাশা মতো রান তুলতে পারছিলেন না। প্রথম ১০ বলে তামিমের রান ছিল ১! এসব দেখেই ক্রিজে গিয়ে শুরুতে হাত খুলে খেলতে পারলেন না হয়তো আজম। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে রীতিমতো টর্নেডো তুলেছেন ব্যাট হাতে।

বিশাল আকার শরীরের অধিকারি আজম দ্রুত দৌড়ে রান নিতে পারছিলেন না। তাতে কী! পুষিয়ে দিয়েছেন বাউন্ডারিতে। ৩৩ বলে ফিফটি পূর্ণ করতে চার মেরেছিলেন ৪টি, ছক্কা ৩টি। সেঞ্চুরি পূর্ণ করেছেন ৫৭ বলে। অর্থাৎ পরের পঞ্চাশ করতে মাত্র ২৪ বল খেলেছেন আজম। শেষ পর্যন্ত ৫৮ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলার পথে আজম চার মেরেছেন ৯টি, ছক্কা ৮টি।

পাকিস্তানের সাবেক তারকা উইকেটরক্ষক ব্যাটার মঈন খানের ছেলে আজম খানের এটা প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। পাকিস্তান জাতীয় দলের হয়ে দুটি টি-টোয়েন্টি খেলে মাত্র ৬ রান করা আজম পরে আর সুযোগ পাননি দলে। আজকের সেঞ্চুরি সামর্থের ভালো প্রমাণ দিলেন ২৪ বছর বয়সী আজম।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

আজম খান বিপিএল ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর