আজম খান ১০৯, খুলনা ১৭৮
৯ জানুয়ারি ২০২৩ ২০:২২ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৩ ২১:০৯
নবম বিপিএলের তৃতীয় দিনে মিরপুরে দেখা গেল আজম খানের ব্যাটিং ঝড়। পাকিস্তানের তরুণ ক্রিকেটার খুলনা টাইগার্সের হয়ে রীতিমতো ঝড় তুলেছেন। মাত্র ৫৮ বলে ১০৯ রানের বিধ্বংস এক অপরাজিত ইনিংস খেলেছেন পাকিস্তানি তরুণ। আজম ঝড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে খুলনা।
আগে ব্যাটিং করে ১৭৮ রানের বড় স্কোর দাঁড় করিয়েছে খুলনা। আজমের অপরাজিত ১০৯ চলতি নবম বিপিএলের প্রথম সেঞ্চুরি।
সোমবার (৯ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজম ঝড় শুরু হয়েছিল পরে। আগে ব্যাটিং করতে নেমে ১২ রানে দুই উইকেট হারিয়ে ফেলে খুলনা। শারজিল খান ৫ রান করে ফেরেন, ৬ রান করে ফিরেছেন তিনে নামা হাবিবুর রহমান সোহান।
অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল যাবো যাবো করে থাকলেও প্রত্যাশা মতো রান তুলতে পারছিলেন না। প্রথম ১০ বলে তামিমের রান ছিল ১! চারে নামা আজমকেও অপরপ্রান্তে শুরুতে ভয়ঙ্কর মনে হয়নি। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাট হাতে রীতিমতো টর্নেডো তুলেছেন পাকিস্তানি তরুণ।
৩৩ বলে ফিফটি পূর্ণ করতে আজম চার মেরেছিলেন ৪টি, ছক্কা ৩টি। সেঞ্চুরি পূর্ণ করেছেন ৫৭ বলে। অর্থাৎ পরের পঞ্চাশ করতে মাত্র ২৪ বল খেলেছেন আজম। শেষ পর্যন্ত ৫৮ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলার পথে আজম চার মেরেছেন ৯টি, ছক্কা ৮টি।
তামিম ইকবাল শেষ পর্যন্ত ৩৮ বলে ৪০ রান করে আউট হয়েছেন। চার মেরেছেন ৫টি, ছক্কা ১টি। শেষ দিকে ৭ বলে ১০ রান করেছেন সাব্বির রহমান। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রানে থেমেছে খুলনা। চট্টগ্রামের হয়ে আবু জায়েদ রাহী ৪ ওভারে ২৯ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট।
সারাবাংলা/এসএইচএস