২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্সের দায়িত্বে থাকছেন দেশাম্প
৭ জানুয়ারি ২০২৩ ১৯:১৭ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৩ ২০:৩০
গুঞ্জন উঠেছিল ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে হারের পর সরে দাঁড়াতে পারেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশাম্প। আর তার জায়গা নিতে পারেন জিনেদিন জিদান। তবে জিদানের অপেক্ষা বাড়িয়ে আগামী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্স জাতীয় দলের সঙ্গে চুক্তি বর্ধিত করেছে দিদিয়ের দেশাম্প।
ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। ২০২৬ সালের জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। এক বিবৃতিতে শনিবার বিষয়টি জানায় এফএফএফ।
২০১২ সালে ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন দেশাম্প। এরপর তার অধীনে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে ফ্রান্স। দেশাম্পের হাত ধরে ২০ বছরের অপেক্ষার অবসান ঘটে ফ্রান্সের। বিশ্বকাপ জয়ের তিন বছর পরে এসে উয়েফা নেশন্স লিগের শিরোপাও ঘরে তোলে ফ্রান্স।
সম্ভাবনা ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তোলারও। তবে কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে শিরোপা খোয়ায় ফ্রেঞ্চরা। এরপরেও দেশাম্পের সঙ্গে চুক্তি বর্ধিত করল এফএফএফ।
২০২৬ বিশ্বকাপ হবে যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়।
সারাবাংলা/এসএস