Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগে ব্যাটিং করে খুলনার ১১৩

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৩ ১৫:৫৪ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৩ ১৬:৪৯

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লেতেই দুই ওপেনার শারজীল খান, তামিম ইকবাল ও তিনে নামা মুনিম শাহরিয়ারকে হারায় খুলনা টাইগার্স। শুরুতেই বিপদে পড়া খুলনার হয়ে পরেও হাল ধরতে পারেনি কেউ। যাতে নবম বিপিএলের তৃতীয় ম্যাচে ঢাকা ডমিনেটরসের বিপক্ষে আগে ব্যাটিং করে ১১৩ রানের বেশি তুলতে পারেনি খুলনা।

পৌষের শেষভাগে কদিন ধরেই শীত যেন জেঁকে বসেছে রাজধানীসহ সারা দেশে। দুপুরেও রোদের দেখা নেই। ফলে শুরুর আদ্রতার কথা চিন্তা করে এমন ওয়েদারে আগে বোলিং বেছে নিতে ভাবতে হচ্ছে না দলগুলোকে। এবং আগে বোলিং করা দল সুবিধা পাচ্ছেও। আজ ঢাকাও সেই সুবিধা পেল।

বিজ্ঞাপন

শনিবার (৭ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারছিলেন না খুলনার ব্যাটাররা। নাসির হোসেনকে আড়াআড়ি ব্যাটে খেলতে গিয়ে ইনিংসের চতুর্থ ওভারে বিদায় শারজীল খান (৭)। দারুণ এক চার মেরে শুরু করা তিনে নামা মুনিম শাহরিয়ারও ফিরেছেন খানিক বাদে। তামিম ইকবাল বলের সঙ্গে রান তোলার ব্যবধানে চাপে পড়েছিলেন।

প্রথম ১০ বলে ৩ রান তুলতে পেরেছিলেন তামিম। সেই চাপ কাটিয়ে উঠতেই যেন একটু আক্রমণাত্মক হয়ে উঠতে চাইলেন। টিকতে পারেননি বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক। শেষ পর্যন্ত ফিরেছেন ১৫ বলে ৮ রান করে। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে তামিম যখন ফিরলেন খুলনার রান তখন ২৮। স্লো উইকেটে পরেও এই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি খুলনা।

অধিনায়ক ইয়াসির আলি রাব্বি মিডল অর্ডারে দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান তুলতে খেলেছেন ২৫ বল। শেষ দিকে ৩ বলে ১০ রান তুলেছেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। এছাড়া আজম খান ১২ বলে ১৮ ও মোহাম্মদ সাইফউদ্দিন ২৮ বলে ১৯ রান করেছেন।

বিজ্ঞাপন

ঢাকার হয়ে ৪ ওভারে ২৮ রান খরচায় চার উইকেট নিয়েছেন পেসার আল-আমিন হোসেন। নাসির হোসেন চার ওভারে ২৯ রান দিয়ে ও আরাফাত সানি ৪ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছেন দুটি করে উইকেট।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ তামিম ইকবাল বিপিএল ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর