চট্টগ্রামের ব্যাটিংয়ে শুরু হচ্ছে নবম বিপিএল
৬ জানুয়ারি ২০২৩ ১৩:৫৬ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৩ ১৬:০২
নমব বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঠের খেলা শুরু হতে যাচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে আগে ব্যাটিং করবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস জিতে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
শুক্রবার (৬ জানুয়ারী) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বিপিএলের উদ্বোধনী ম্যাচ। টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই অনুষ্ঠিত হবে এই মাঠে।
এবারের বিপিএলেও শুরুতে ডিআরএস থাকছে না। ডিআরএসের অনুপস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে টুর্নামেন্ট শুরু আগে বেশ আলোচনা উঠেছে। সেসবের মধ্যেই মাঠের খেলা শুরু হচ্ছে আজ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: মেহেদি মারুফ, দারউচ রাসুলি, আফিফ হোসেন, উমসান খান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মালিন্ডা পুষ্পাকুমারা, শুভাগত হোম (অধিনায়ক), উন্মুক্ত চাদ, আল-আমিন, নিহাদুজ্জামান ও মেহেদি হাসান রানা।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: কলিন অ্যাকারম্যান, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম, তৌওহিদ হৃদয়, আকবর আলী, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ আমির ও রেজাউর রহমান রাজা।
সারাবাংলা/এসএইচএস