Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল নিয়ে সাকিবের অভিযোগের প্রেক্ষিতে যা বলল বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৩ ২১:০৮ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৩ ১০:৪৫

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন

রাত পোহালে মাঠে গড়াচ্ছে বিপিএলের নবম আসর। টুর্নামেন্ট শুরুর ঠিক দুদিন আগে রীতিমতো বোমা ফাটিয়েছিলেন সাকিব আল হাসান। বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার এবং টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েও বিপিএলের বিভিন্ন বিষয় নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছিলেন সাকিব।

বিপিএলে একটা যা-তা অবস্থা। এর থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আরও ভালোভাবে হয়- বলেছিলেন সাকিব। এবারের বিপিএলেও  ডিআরএস নেই, বাজেট সমস্যা ইত্যাদি কারণে বিপিএল কর্তৃপক্ষকে দুষেছেন সাকিব। এদিকে, বিসিবির পক্ষ থেকে বলা হলো ডিআরএস নিয়ে তাদের ‘চেষ্টার কোনো কমতি ছিল না।’

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। ইস্পাহানিকে বিপিএলের টাইটেল স্পন্সর হিসেবে ঘোষণা করার পর সাংবাদিকদের প্রশ্নে উঠে এসেছিল সাকিবের সেই অভিযোগ প্রসঙ্গ।

উত্তরে ডিআরএস না থাকা প্রসঙ্গে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘দুই-তিন মাস আগেই আমাদের প্রোডাকশন টিম বিষয়টি (ডিআরএস না থাকা) জানায়। এরপর আমরা আমাদের জায়গা থেকে ডিআরএস আনার সব চেষ্টা করেছি। আইসিসির সঙ্গেও এ নিয়ে যোগাযোগ করেছি। কিন্তু কোনো কারণে সেটা আনা সম্ভব হয়নি। কারণ, একই সময়ে বেশ কিছু আন্তর্জাতিক ক্রিকেট চলছে। কিছু ফ্র্যাঞ্চাইজি লিগও চলছে। এসব কারণেই আমরা ডিআরএস আনতে পারিনি।’

বিসিবির সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেছেন তিনি, ‘আমাদের এখানে অবশ্যই সীমাবদ্ধতা ছিল। যে কারণে আমাদের প্রোডাকশন হাউস সেটা আনতে পারেনি। আমরাও এটা জানার পর নিজেদের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করেছি। কিন্তু এই মুহূর্তে যারা ডিআরএস সার্ভিস দিয়ে থাকে, তাদের যথেষ্ট লোকবল নেই। ভারত সিরিজের পর ডিআরএসের জিনিসপত্র পড়ে আছে। কিন্তু ব্যবহার করার লোক নেই।’

বিজ্ঞাপন

এবারের বিপিএলেও শুরুতে ডিআরএস থাকছে না। ডিআরএস না থাকা নিয়ে সমালোচনার পাশাপাশি অন্যান্য বিষয় নিয়েও প্রশ্ন তুলেছিলেন সাকিব। বিপিএলে বাজের সংকটের কথা বলা হয়। সাকিব বলেছিলেন, ‘১৬-২০ কোটি মানুষের একটা দেশে এত পছন্দের একটা খেলা, তার বাজারটা থাকবে না, এটা খুবই দুঃখজনক। মানে আমি অন্তত বিশ্বাস করি না।’ বিপিএলের মাঠের খেলার মানদণ্ড ভালো না, এমন কথাও বলেছিলেন সাকিব।

সাকিবের সমালোচনার প্রসঙ্গ উঠলে নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমি নিশ্চিত নই যে উনি কোন প্রেক্ষাপটে কথাটা বলেছেন বা কতটুকু তথ্য উনার কাছে ছিল। আমাদের সীমাবদ্ধতা জানলে হয়তো উনার অবস্থান থেকে এসব কথা উনি বলতেন কী না, আমার সন্দেহ। এতটুকুই বলব। এর বাইরে কিছু বলা আসলে ঠিক হবে না।’

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৩ বিসিবি সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর