Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলের আগে সাত অধিনায়কই বললেন ‘চ্যাম্পিয়ন হতে চাই’

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৩ ১৯:২৩ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৩ ১৯:৩৪

রাত পোহালে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। উদ্বোধনী ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টুর্নামেন্ট শুরুর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বসেছিল ‘তারকার মেলা’। ক্রিকেটাররা অনুশীলনে ঘাম ঝড়িয়েছেন। পরে ট্রফি উন্মোচনে হাজির হয়েছিলেন সাত দলের অধিনায়ক-প্রতিনিধিগণ। ট্রফি উন্মোচন শেষে সবাই বলেছেন, চ্যাম্পিয়ন হতে চাই।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ জানুয়ারী) বিকেলে শের-ই-বাংলা স্টেডিয়ামে ট্রফি উন্মোচন হয়েছে। এবার যে সাতটি দল বিপিএলে অংশ নিচ্ছে প্রতি দলের অধিনায়কই দেশি ক্রিকেটার। সেই কারণেই কিনা ট্রফি উন্মোচন আয়োজনে হালকা মজা, রসিকতাও হলো! ট্রফির সামনে দাঁড়িয়ে ছিলেন সব দলের অধিনায়করা। ক্যামেরা ম্যানরা ‘ট্রফিতে সবাই হাত দিন’ বলে গেলেও কেউ যেন আগে হাত দিতে চাইছিলেন না। সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলে উঠলেন, ‘কেউ ধরতে সাহস পাচ্ছে না আর কি!’ ট্রফি উন্মোচন আলোজনে তখন হাসির রোল।

বিজ্ঞাপন

ট্রফি উন্মোচন আয়োজনে অবশ্য একটা শূন্যতা দেখা গেল। ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন না। তার বদলে বরিশালের পক্ষ থেকে মেহেদি হাসান মিরাজ এসেছিলেন ট্রফি উন্মোচনে। ফুরফুরে মেজাজে ট্রফি উন্মোচন আয়োজনের পর কথা বলেছেন সব দলের অধিনায়ক-প্রতিনিধিরা। একটা কথায় মিলে গেলেন সবাই, ‘আমরা শিরোপা জিততে চাই।’

মাশরাফি বিন মর্তুজা (সিলেট স্ট্রাইকার্স):

সব দলই চায় চ্যাম্পিয়ন হতে। আমরাও তার ব্যতিক্রম কিছু না। এটা তো বলে হবে না। মাঠে ভালো করতে হবে। ম্যাচ ধরে ধরে এগোতে চাই আমরা। কাল (আজ) যদি ভালো করতে পারি, এটা মোমেন্টামের খেলা। শেষের দিকে না তাকিয়ে আমরা শুরু থেকে ভালো করার চেষ্টা করব।’

ইমরুল কায়েস (কুমিল্লা ভিক্টোরিয়ানস):

কুমিল্লা সবসময় চ্যাম্পিয়ন হওয়ার মতো দল করে। এ বছরও আমাদের একই পরিকল্পনা। চেষ্টা করব এ বছরও শিরোপা ধরে রাখার জন্য। মাঠে ভালো খেলতে হবে। কাগজে কলমে যত শক্তিশালীই হই না কেন, মাঠে খেলতে না পারলে লাভ হবে না।;

মেহেদী হাসান মিরাজ (প্রতিনিধি, ফরচুন বরিশাল):

আমি একবারও চ্যাম্পিয়ন হতে পারিনি। দুবার ফাইনাল খেলেছি। অবশ্যই শিরোপা জেতার লক্ষ্যই থাকবে। চ্যাম্পিয়ন হতে পারলে তো অবশ্যই ভালো লাগবে।

শুভাগত হোম চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স):

বিপিএলের মতো টুর্নামেন্টে অধিনায়কত্ব পেয়ে ভালো লাগছে। আমিও খুব রোমাঞ্চিত। চেষ্টা করব নিজের দায়িত্বটা ভালোভাবে পালন করতে। সবার যে লক্ষ্য আমারও সেই লক্ষ্য (চ্যাম্পিয়ন হওয়া)। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামব। আমাদের শক্তিশালী দিক হলো, টিম স্পিরিট। দল ভারসাম্যপূর্ণ। সেই হিসেবে আমরা আশা করতেই পারি।

নুরুল হাসান সোহান (রংপুর রাইডার্স):

অবশ্যই আশা থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। ট্রফি এখনও (হাত দিয়ে) ধরিনি। যদি চ্যাম্পিয়ন হতে পারি তাহলেই ধরব। আমাদের দল তরুণ, এনার্জেটিক। দলে অনেক অলরাউন্ডার আছে। মাঠে একশ ভাগ দিলে ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’

নাসির হোসেন (ঢাকা ডমিনেটর্স):

সবার মতো আমরাও চাইব চ্যাম্পিয়ন হতে। আমরা আশাবাদী, খুব ভালো কিছু করব। আমি এর আগেও অধিনায়কত্ব করেছি। প্রত্যেক টুর্নামেন্টেই সবার চ্যালেঞ্জ থাকে। এটা আমাদের জন্য একটা সুযোগ। এখানে ভালো করলে সামনের ক্যারিয়ারেও ভালো হবে। এটাই মনোযোগ থাকবে, সঙ্গে দলও যেন ভালো ফল করে।

ইয়াসির আলি চৌধুরি (খুলনা টাইগার্স):

আমি আসলে নার্ভাস না, রোমাঞ্চিত। জীবনের নতুন একটা অভিজ্ঞতা, তাও বিপিএলের মতো আসরে। চেষ্টা করব দলের জন্য ভালো কিছু করার। তামিম ভাইয়ের সঙ্গে দল গঠনের পর থেকেই কথা হচ্ছে। অধিনায়ক হওয়ার পর তেমন কথা হয়নি। শুধু বলেছেন, ‘আমাকে যখন তোর প্রয়োজন হবে আমি পাশে আছি। তোর কোনো কিছু লাগলে আমাকে বলিস। অবশ্যই সহায়তা করব। (তামিমের অধিনায়কত্বে বিপিএল অভিষেক, এবার রাব্বির নেতৃত্বে খেলবেন তামিম) এটি আমার জন্য রোমাঞ্চকর। তামিম ভাইকে তো ছোটকাল থেকেই দেখি। ভালো লাগছে তামিম ভাইকে আমি লিড করব। এটা আমার জন্য অনেক গৌরবের, সম্মানের যে তামিম ভাইয়ের মতো খেলোয়াড় আমার নেতৃত্বে খেলবেন।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বিপিএল ২০২৩ মাশরাফি বিন মুর্তজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর