Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দারুণ জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক
৪ জানুয়ারি ২০২৩ ১০:২১

এরিক টেন হ্যাগের অধীনে শুরুটা তেমন ভালো না হলেও ধীরে ধীরে দল হয়ে উঠছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২২ সালের শেষ ম্যাচটি কোনো রকমে জয় পেলেও ২০২৩ সালের প্রথম ম্যাচে বর্নোমাউথের বিপক্ষে দাপুটে জয় পেল রেড ডেভিলরা। ওল্ড ট্র্যাফোর্ডের প্রিমিয়ার লিগের ম্যাচে বর্নোমাউথের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ইউনাইটেড। এতে পয়েন্টের দিক থেকে তারা ধরে ফেলেছে তিনে থাকা নিউক্যাসল ইউনাইটেডকে।

ম্যাচের শুরু থেকেই দারুণ খেলতে থাকে ইউনাইটেড। ২৩তম মিনিটে ক্রিশ্চিয়ান এরিকসেনের ফ্রিকিক থেকে আসা বল ছুটে গিয়ে দারুণ এক ভলিতে গোল করেন ক্যাসেমিরো। মিনিট দশেক পরে ব্যবধান বাড়তে পারতো কিন্তু ব্রুনো ফার্নান্দেজের দারুণ এক বল রাশফোর্ডের কাছে আসার আগেই রুখে দেন বর্নোমাউথ গোলরক্ষক। প্রথমার্ধে তাই আর কোনো গোলই হয়নি। আর ইউনাইটেড ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায়।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ায় রেড ডেভিলরা। প্রথমার্ধের শেষ দিকে বদলি নামা আলেহান্দ্রো গারাঞ্চো কাট ব্যাকে বল পেয়ে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন শ। চমৎকার দলীয় গোলে শেষ হওয়া এই আক্রমণের শুরুতেও ছিলেন এই ইংলিশ লেফট ব্যাক। এরপর ৫৫তম মিনিটে এসে ব্যবধান ৩-০ করার সুযোগ হাতছাড়া করেন অ্যান্থনি মার্শিয়াল। ক্যাসেমিরোর কাছ থেকে আসা দারুণ এক ক্রস ডি বক্সের ছয় গজের ভেতরে পেলেও তাতে মাথা ছুঁইয়ে লক্ষ্যে রাখতে পারেননি এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড।

এক দিক থেকে ইউনাইটেড আক্রমণ করেই যাচ্ছিল অন্যদিক দিয়ে তাদের রক্ষণও ছিল দুর্দান্ত। রক্ষণ দূর্গ ভেঙে গোলরক্ষক ডেভিড ডি গিয়ার তেমন পরীক্ষায় নিতে পারেনি বর্নোমাউথ। ব্যবধান কমানো তো পরের কথা উল্টো ম্যাচের শেষ দিকে এসে আরও এক গোল হজম করে বর্নোমাউথ।

বিজ্ঞাপন

৮৬তম মিনিট এসে ব্রুনো ফার্নান্দেজের কাছ থেকে ভেসে আসা বল জালে জড়িয়ে ব্যবধান ৩-০ করেন মার্কোশ রাশফোর্ড। আর এতেই জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা।

দিনের অন্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আর্সেনাল। ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে মিকেল আর্তেতার দল। তাদের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ ম্যানচেস্টার সিটির সামনে। ১৬ ম্যাচে শিরোপাধারীদের পয়েন্ট ৩৬। ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তিনে আছে নিউক্যাসল। গোল পার্থক্যে তাদের চেয়ে পিছিয়ে চারে আছে ইউনাইটেড।

সারাবাংলা/এসএস

২০২২/২৩ মৌসুম ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার ইউনাইটেড বনাম পার্টিজেন বেলগ্রেড

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর