Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কপালে ‘মেসি’ ট্যাটু করে আফসোস করছেন ভক্ত

স্পোর্টস ডেস্ক
৩ জানুয়ারি ২০২৩ ১০:০৯ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৩ ১০:২২

কাতারে লিওনেল মেসির হাতে বিশ্বকাপের শিরোপা ওঠার পর তার প্রতি ভালোবাসা প্রকাসের জন্য কপালে ‘মেসি’ ট্যাটু করেছিলেন এক ভক্ত। তবে এবার সেই ভালোবাসা প্রকাশ করতে গিয়ে করা ট্যাটুতেই আফসোসে পুড়ছেন লিওনেল মেসির কলম্বিয়ান ভক্ত মাইক জ্যাম্বস।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য কপালে ‘MESSI’ লেখা ট্যাটু করেছিলেন মাইক। আর এরপর থেকেই মানুষের রোষানলে পড়েছেন মাইক।

বিজ্ঞাপন

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি এখন কপালে এই ট্যাটু করায় আফসোস করছি। কারণ আমি ভেবেছিলাম এই ট্যাটু করায় সবাই আমাকে খুব বাহবা দেবে কিন্তু এসবকিছুর উল্টো হয়েছে। সবাই আমাকে অনেক বাজে কথা বলেছে। কেবল আমাকেই নয়, আমার পরিবারকেও।’

মাইক আরও বলেন, ‘আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি আমাকে এটা বলতে হবে। কারণ আমি যা করেছিলাম তার জন্য প্রথম কয়েকদিন খুব গর্ববোধ হচ্ছিল আমার। কিন্তু এখন আমার মনে হচ্ছে, আমি এটা না করলে খুব ভালো হত।’

 

ট্যাটু করার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের স্বীকার হন মাইক। তবে এতদিন তিনি সবার কটাক্ষের বিপক্ষে কথার লড়াই চালিয়েছেন। তিনি সবাইকে বলেন, ‘আমি তো কারো কোনো ক্ষতি করিনি। আমি কোনো অবৈধ কাজও করিনি।’

তবে এরপরেও মাইকের প্রতি মানুষের কটাক্ষের শেষ নেই। তবে এমন পরিস্থিতির পর তিনি তার ট্যাটু মুছে ফেলবেন কি না তা নিয়ে এখনো জানাননি কিছু।

সারাবাংলা/এসএস

আর্জেন্টিনা টপ নিউজ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২২ ভক্তের আফসোস মেসির ট্যাটু

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর