যত দ্রুত সম্ভব কোচ পেতে চায় বিসিবি
২৯ ডিসেম্বর ২০২২ ২১:৩১ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ ২১:৩২
ছাঁটাই হতে যাচ্ছেন, এমন গুঞ্জনের মধ্যেই দুদিন আগে বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচের পদ থেকে পদত্যাগ করেছেন রাসেল ডমিঙ্গো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বললেন, যত দ্রুত সম্ভব হেড কোচের শূন্যস্থান পূরণের চেষ্টা বিসিবির।
নতুন করে ফরম্যাট অনুযায়ী আলাদা আলাদা কোচ নিয়োগের চিন্তা বিসিবির। গত বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলের দায়িত্বে থাকা শ্রীধরন শ্রীরাম টি-টোয়েন্টি দলের সঙ্গে আবারও যুক্ত হচ্ছেন এটা প্রায় নিশ্চিত। শোনা যাচ্ছে, বাকি দুই ফরম্যাট ওয়ানডে ও টেস্ট দলেও আলাদা আলাদা কোচ নিয়োগের ভাবনা বিসিবির।
এই আলোচনায় বেশ কয়েকজন কোচের নামই শোনা যাচ্ছে। বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে আবারও ফিরিয়ে আনার গুঞ্জন শোনা যাচ্ছে। আলোচনায় আছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার মাইক হাসি এবং দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনারও।
শেষ পর্যন্ত কে হচ্ছেন বাংলাদেশের কোচ? এই প্রশ্নে টু-শব্দটাও করতে চায় না বিসিবি। তবে বিসিবির প্রধান নির্বাহী জানালেন, যত দ্রুত সম্ভব হেড কোচ নিয়োগ দিতে চান তারা। আগামী মার্চে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ওই সিরিজের আগেই হেড কোচ নিশ্চিত করা বিসিবির টার্গেট।
নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আসলে হেড কোচ নিয়োগ কিন্তু এরকম করে হয় না যে আমি এখনই বলে দিতে পারবো। আমাদের একজন পদত্যাগ করেছে, এই পজিশনটা যেহেতু খালি হয়েছে আমরা এই ব্যাপারে কাজ করবো। যখন বিষয়টা পুরোপুরি নিশ্চিত হবে ও ডকুমেন্টেড হবে তখনই হয়তো আমরা বলতে পারবো। এর আগে কোনো নাম আমাদের দিক থেকে বলা ঠিক হবে না। যাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে বা হবে তাদের জন্যও বিষয়টা বিব্রতকর হবে। যেহেতু জাতীয় দলের হেড কোচ দরকার, যত তাড়াতাড়ি সম্ভব আনার ব্যাপারে কাজ করব।’
তিনি বলেন, ‘ইংল্যান্ড দল বাংলাদেশ সফর করবে। এখানে একটু সুবিধা আছে সময় পাচ্ছি, মাঝে বিপিএলের সময়। চেষ্টা থাকবে ইংল্যান্ড সফরের আগে নির্ভরযোগ্য কাউকে জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ত করতে পারি কি না।’
সারাবাংলা/এসএইচএস