বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
২৭ ডিসেম্বর ২০২২ ১৮:৪৭ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ১৮:৫০
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল। সিরিজ শুরু হবে ১ মার্চ।
২০১৬ সালের পর বাংলাদেশে সিরিজ খেলতে আসছে ইংল্যান্ড দল। সীমিত ওভারের সিরিজ দুটি অনুষ্ঠিত হবে ঢাকা এবং চট্টগ্রামে। বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়ানডে সিরিজের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ইংলিশরা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২৪ এবং ২৬ ফেব্রুয়ারি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১ মার্চ মাঠে গড়াবে দুদলের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। ৩ মার্চ একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৬ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচটি।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৯ এবং ১২ মার্চ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ। ১৪ মার্চ ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ।
এই সিরিজ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বলেছেন, ‘বিশ্বকাপের বছরে দুই দলের জন্যই নিজেদের শক্তিমত্তা দেখার দারুণ সুযোগ এ সিরিজ। বাংলাদেশ এবং বিশ্বজুড়ে থাকা সমর্থকদের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে জিবে জল আনার মতোই। দেশের মাটিতে বাংলাদেশের রেকর্ড অসাধারণ, আর আমরা সবাই জানি ইংল্যান্ড দলটি কতটা দুর্দান্ত।’
ইসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেয়ার কনর বলেছেন, ‘২০১৬ সালের পর ইংল্যান্ডের ছেলেদের সাদা বলের দলের বাংলাদেশে ফেরা রোমাঞ্চকর। আগ্রহ জাগানিয়া এ সফরে ঢাকা ও চট্টগ্রামে যে আবহ থাকবে, সেটি হবে দুর্দান্ত। বাংলাদেশজুড়েই ক্রিকেটের জন্য দারুণ ভালোবাসা দেখা যায়, দেশের মাটিতে দুর্দান্ত রেকর্ডের এক দলের সঙ্গে আমরা কঠিন এক চ্যালেঞ্জই আশা করছি।’
২০১৬ সালে বাংলাদেশে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলেছিল ইংল্যান্ড। সেবার ইংল্যান্ডকে একটি ওয়ানডে ও একটি টেস্ট হারিয়েছিল বাংলাদেশ।
সারাবাংলা/এসএইচএস