মিরপুর টেস্টে বিপদে বাংলাদেশ
২৪ ডিসেম্বর ২০২২ ১৪:৩১ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ ১৫:৪২
আগের দিন তাইজুল ইসলাম বলেছিলেন, ঢাকা টেস্টে ভারতের বিপক্ষে তিনশ’র বেশি রানের লিড দাঁড় করাতে চায় বাংলাদেশ। সেটা যে হচ্ছে না বাংলাদেশ দিনের শুরুতেই দুই উইকেট হারালে সে আভাস পাওয়া যাচ্ছিল। তারপরও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ঢাকা টেস্টে বেশ বিপদে স্বাগতিকরা।
৭ উইকেটে ১৯৫ রান তুলে তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষ করেছে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২২৭ রানে, ভারত প্রথম ইনিংসে তোলে ৩১৪ রান। ফলে এখন পর্যন্ত ১০৪ রানের লিড পেয়েছে বাংলাদেশ। লিটন দাস কেবল বাংলাদেশের একমাত্র স্বীকৃত ব্যাটার হিসেবে অপরাজিত আছেন। ফলে লিডটা বড় করার সম্ভবনা কমই।
শনিবার (২৪ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। সকাল সকাল নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হককে হারিয়েছে স্বাগতিকরা। রবিচন্দ্রন অশ্বিনকে ব্যাকফুটে খেলতে গিয়ে লাইন মিস করেছেন শান্ত। বল তার প্যাডে আঘাত হানলে পরে রিভিউ নিয়েও এলবিডব্লিউ থেকে বাঁচতে পারেননি। ৩১ বলে ৫ রান করে ফেরেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের সেরা ব্যাটার মুমিনুল হক সৌরভ ফেরেন তার খানিকক্ষণ পরই। ক্রিজে নেমে বেশ ভালোই খেলছিলেন অনেকদিন পর দলে ফেরা মুমিনুল। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের পায়ের ওপরের বল দারুণ ফ্লিকে চার হাঁকিয়েছিলেন।
তবে সেই সিরাজেই কাটা পরেছেন মুমিনুল। লেন্থ বলে ঠিকমতো ব্যাট নিতে পারেননি। ৫ রানে আউট হয়েছেন দলের ২৬ রানের মাথায়। অপর প্রান্তে তরুণ ওপেনার জাকির হাসান অবিচলই ছিলেন। তার সঙ্গে সাকিব আল হাসান যোগ দিয়ে বাংলাদেশকে টানছিলেন। শুরুতে খুব একটা স্বাচ্ছন্দে না থাকলেও উইকেটে সেট হয়ে বেশ ভালোই খেলছিলেন সাকিব।
কিন্তু ৩৬ বলে ১৩ রান করার পর হঠাৎ-ই ভুল করে বসলেন। জয়দেব উনাদকাটের স্লোয়ার বুঝতে পারেননি। শক্ত হাতে খেলতে চেয়েছিলেন। কিন্তু স্লোয়ার ডেলিভারি টাইমিং হয়নি। বল ব্যাটের ওপরের কানায় লেগে বাতাসে ভেসে উঠে। ৫১ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
প্রথম সেশনের শেষভাগে অক্ষার প্যাটেলে কাটা পরেছেন মুশফিকুর রহিমও। ব্যাক ফুটে খেলতে গিয়ে অক্ষারের স্পিন মিস করে ৯ রানের মাথায় এলবিডব্লিউ হয়েছেন মুশি। দলের রান তখন ৭০। শুরুতে একপ্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট পরলেও অপরপ্রান্তে তরুণ জাকির হাসান অবশ্য দারুণ খেলছিলেন।
তামিম ইকবালের ইনজুরিতে সুযোগ পাওয়া জাকির চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন। ‘আত্মঘাতি’ এক শট খেলে না ফিরলে ঢাকাতেও হয়তো সেঞ্চুরির দেখা পেতেন! ১৩৫ বল খেলে ৫টি চারের সাহায্যে ৫১ রান করে উমেশ যাদবের অফ স্ট্যাম্পের বাইরের বল কাট করতে চেয়ে ক্যাচ তুলে দেন জাকির। মেহেদি হাসান মিরাজ ফিরেছেন খানিক বাদেই।
এরপর পাল্টা আক্রকমণের পথ বেছে নিয়েছিলেন লিটন দাস ও নুরুল হাসান সোহান। ভালো খেলতে থাকলেও দুজনের সপ্তম উইকেট জুটি বড় হয়নি। ২৯ বলে ২টি চার ১টি ছয়ের সাহায্যে ৩১ রান করা সোহান দৃষ্টিকটুভাবে স্ট্যাম্পিং হয়েছেন রবিচন্দ্রন অশ্বিনের বল ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে।
ইতোমধ্যেই ফিফটি পূর্ণ করা লিটন দাস অপরপ্রান্ত ধরে রেখেছেন। চা বিরতির সময় তার সঙ্গে ১৮ বলে ১৫ রান করে অপরাজিত পেসার তাসকিন আহমেদ।
সারাবাংলা/এসএইচএস
জাকির হাসান বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২ লিটন দাস সাকিব আল হাসান