Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় দফায় আইপিএলে দল পেলেন সাকিব-লিটন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২২ ০১:২৪ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ ০১:২৭

আইপিএল নিলামে প্রথম দফার ডাকে দল পাননি বাংলাদেশের এক ক্রিকেটারও। তবে দ্বিতীয় দফার ডাকে কপাল খুলল সাকিব আল হাসান ও লিটন কুমার দাসের। দ্বিতীয় দফার ডাকে দুই বাংলাদেশি ক্রিকেটারকেই দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।

দুজনকেই ভিত্তিমূল্যে কিনেছে কলকাতা। সাকিব ৫০ হাজার রুপি কমিয়ে ১ কোটি ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যতে আইপিএল নিলামে নিজের নাম তুলেছিলেন। লিটন দাসের ভিত্তিমূল্য ছিল ৫০ হাজার রুপি।

বিজ্ঞাপন

প্রথমবার আইপিএলে ডাক পেলেন লিটন। আর সাকিব আইপিএলে বড্ডই অভিজ্ঞ। কলকাতাতেই এর আগে আরও দুই দফায় খেলেছেন বাংলাদেশি অলরাউন্ডার। কলকাতার হয়ে শিরোপা জয়ের অভিজ্ঞতাও আছে সাকিবের।

সাকিব-লিটন দল পাওয়াতে আসন্ন আইপিএলে বাংলাদেশের ক্রিকেটার হলেন মোট তিনজন। গত বছর দিল্লি ক্যাপিটালসের হয়ে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইপিএল খেলেছেন মোস্তাফিজুর রহমান। তাকে এবার ধরে রেখেছে দিল্লি।

এবারের আইপিএল নিলামে আরও দুই বাংলাদেশি ক্রিকেটারের নাম ছিল। কিন্তু সেই দুই ক্রিকেটার তাসকিন আহমেদ ও আফিফ হোসেন ধ্রুব দল পাননি।

সারাবাংলা/এসএইচএস

আইপিএল লিটন দাস সাকিব আল হাসান

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর