Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএল নিলামে অবিক্রিত সাকিব-লিটন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২২ ১৮:০১ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ২০:৫২

আইপিএল নিলামে এবারও দল পাননি বাংলাদেশি অধিনায়ক সাকিব আল হাসান। সম্প্রতি দারুণ ব্যাটিং করে আলোচনায় থাকা লিটন দাসও নিলামে অবিক্রিত থেকে গেছেন।

আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) ভারতের রাচিতে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল নিলাম। এক দিনব্যাপী এই নিলামকে ‘মিনি নিলাম’ও বলা হচ্ছে। ভিত্তিমূল্য ৫০ হাজার রুপি কমিয়ে ১ কোটি ৫০ লাখ রুপির ভিত্তিমূল্যে মিনি নিলামে নিজের নাম তুলেছিলেন সাকিব। কিন্তু বাংলাদেশি অলরাউন্ডারকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো দলই।

বিজ্ঞাপন

গতবারও দল পাননি ফর্মে থাকা সাকিব। তার আগের আইপিএলে খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।

ভিত্তিমূল্য ৫০ হাজার রুপিতে আইপিএল মিনি নিলামে নাম উঠেছিল লিটন দাসেরও। চলতি বছর দুর্দান্ত ফর্মে আছেন লিটন। তার স্ট্রাইকরেটও দুর্দান্ত, ১৪০.০৩। তবে নিলামে লিটনের নাম উঠলে ১০ দলের কেউই তাকে নিয়ে আগ্রহ দেখায়নি।

অবশ্য নিলামে দল না পেলেও ২০২৩ আইপিএল খেলার সুযোগ আছে সাকিব-লিটনদের। নিলামের পর দলগুলো সরাসরি চুক্তিতে নিতে পারবে তাদেরকে। অবশ্য সেটা নির্ভর করছে নিলামের পর দলগুলোর চাহিদা ও জায়গা ফাঁকা থাকার ওপর।

এবারের আইপিএল নিলামে আরও দুই বাংলাদেশি তাসকিন আহমেদ ও আফিফ হোসেন ধ্রুবও নিবন্ধন করেছেন। নিলামে দল পাননি তাসকিন, আফিফও।

গত বছর দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। তাকে ধরে রেখেছে দলটি। ফলে এখন পর্যন্ত বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে মুস্তাফিজ কেবল নিশ্চিত।

আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কুরান। ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডারকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি পড়ে গিয়েছিল নিলামে। শেষ পর্যন্ত সাড়ে ১৮ কোটি রুপিতে কুরানকে কিনে নেয় পাঞ্জাব কিংস। আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি দামের বিক্রির রেকর্ড এটি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

আইপিএল আইপিএল নিলাম লিটন দাস সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর