Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২২ ১৭:১৬ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৯:৪৫

শেষ বিকেলে বাংলাদেশের একটা উইকেট তুলে নিতে সব চেষ্টাই করল ভারত। তবে ভারতের পেস-স্পিন যৌথ আক্রমণ বুক চিতিয়ে ঠেকিয়ে দিলেন বাংলাদেশের তুই তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৯ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। যাতে দিন শেষে ৮০ রানে পিছিয়ে স্বাগতিকরা।

প্রথম ইনিংসে বাংলাদেশের ২২৭ রানের জবাব দিতে নেমে ভারত থেমেছে ৩১৪ রানে। ঢাকা টেস্টের ভাগ্যে কী আছে সেটা আগামীকাল তৃতীয় দিনে পরিস্কার হয়ে যাওয়ার কথা। তবে আজ দ্বিতীয় দিন শেষে পরিস্থিতি বলছে, জয়ের সুযোগ আছে বাংলাদেশেরও।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনের তিন সেশন কেটেছে তিন ভাবে। প্রথম সেশন ভারত-বাংলাদেশ সমানে সমান। তবে দ্বিতীয় সেশনটি পুরোপুরি ভারতের। তৃতীয় সেশনে টপাটপ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

৪ উইকেটে ২২৬ রান নিয়ে তৃতীয় সেশন শুরু করেছিল ভারত। আগের সেশনে ঝড় তোলা রিশভ পন্ত ও শ্রেয়াস আয়ার তৃতীয় সেশনেও দ্রুত রান তুলতে চেয়েছেন। সেঞ্চুরি সুবাস পাচ্ছিলেন দুজনেই। কিন্তু শেষ বিকেলে বাংলাদেশের ঘূর্ণি সামলাতে পারেননি।

সেঞ্চুরির সুবাস পাওয়া রিশভ পন্তকে গুড লেংথের বলে পরাস্ত করেন মেহেদি হাসান মিরাজ। ৯৩ রানের মাথায় পন্ত মিরাজকে এগিয়ে এসে পুশ করতে চেয়েছিলেন কিন্তু বল ব্যাটে নিতে পারেননি। সহজেই স্ট্যাম্পিং করেছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। ১০৪ বলে ৯৩ রান করতে পন্ত চার মেরেছেন ৭টি, ছক্কা ৫টি।

পন্ত-শ্রেয়াস জুটি ভাঙার পর ভারতীয়দের রীতিমতো নাকাল করেছেন সাকিব আল হাসান। বাঁহাতি স্পিনে একে একে শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনকে ফেরান বাংলাদেশী অধিনায়ক। সাতে নামা অক্ষর প্যাটেলকে বেশ নড়বড়ে মনে হচ্ছিল। সাকিবকে ছক্কা মেরে হয়তো প্রেশার রিলিজ হতে চেয়েছিলেন! কিন্তু ব্যর্থ হয়েছেন। লং অনে ক্যাচ দিয়েছেন ৪ রান করা অক্ষার।

বিজ্ঞাপন

খানিক বাদি সেঞ্চুরির  সুবাস পাওয়া শ্রেয়াস বড় ভুলটা করেছেন। সাকিবের লাইনে থাকা বলকে স্যুইপ করতে গিয়ে মিস করেছেন। ১০৫ বলে ১০টি চার দুটি ছয়ে ৮৭ রানের মাথায় আউট হয়েছেন শ্রেয়াস। এর কিছুক্ষণ পর রবিচন্দ্রন অশ্বিনকে হালকা টার্নে পরাস্ত করেন সাকিব। পেছনের পায়ে খেলতে গিয়ে মিস করেছেন ভারতীয় স্পিনার। এলবিডব্লিউ হয়েছেন ১২ রান করে।

ভারতের দশ ও এগারো নম্বর ব্যাটার উমেশ যাদব, মোহাম্মদ সিরাজরা সাকিব-তাইজুলের বিপক্ষে দাঁড়াতেই পারেননি। ১২ রান করা উমেশকে ফিরিয়েছেন তাইজুল। সিরাজকে ফেরান সাকিব। ৩১৪ রানের মাথায় গুটিয়ে যায় ভারত।

প্রথম সেশনটা ছিল তাইজুলময়। তিন তিনটি উইকেট এনে দিয়েছিলেন অভিজ্ঞ স্পিনার। সকাল সকাল ফিরিয়েছিলেন লোকেশ রাহুল ও শুভমান গিলকে। পরে অভিজ্ঞ চেতেশ্বর পুজারাকেও ফেরান তাইজুল। তবে দ্বিতীয় সেশনে রিশভ পন্ত ও শ্রেয়াস আয়ার পাল্টা আক্রমণ করলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

এই সেশনে শুধু বিরাট কোহলির উইকেট হারিয়ে ২৫ ওভারে ৫.৬০ গড়ে ১৪০ রান তোলে ভারত। অবশ্য শেষ সেশনে ভারতকে সহজেই মুড়িয়ে দিয়েছেন সাকিব-তাইজুলরা। সাকিব ১৯.৩ ওভারে ৭৯ রান দিয়ে চার উইকেট নিয়েছেন। তাইজুল ২৫ ওভারে ৭৪ রান দিয়ে নিয়েছেন চার উইকেট। বাকি দুই উইকেট মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদের।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ তাইজুল ইসলাম বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর