Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬১ রানে ৬ উইকেট, ভারতকে বড় লিড নিতে দেয়নি বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২২ ১৬:৩৫ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ২০:৩৮

তবে মনে হচ্ছিল ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বড় লিডই পেতে যাচ্ছেন সফরকারীরা। কিন্তু দিনের শেষ সেশনে স্পিন ভেল্কি দেখালেন বাংলাদেশি স্পিনাররা। সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের স্পিনে ৬১ রানে শেষ ছয় উইকেট হারিয়েছে ভারত। যাতে ৩১৪ রানে গুটিয়ে গিয়ে ৮৭ রানের লিড পেয়েছে ভারত।

শুক্রবার (২৩ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে ২২৬ রান নিয়ে তৃতীয় সেশন শুরু করেছিল ভারত। আগের সেশনে ঝড় তোলা রিশভ পন্ত ও শ্রেয়াস আয়ার তৃতীয় সেশনেও দ্রুত রান তুলতে চেয়েছেন। সেঞ্চুরি সুবাশ পাচ্ছিলেন দুজনেই। কিন্তু শেষ বিকেলে বাংলাদেশের ঘূর্ণি সামলাতে পারেননি।

বিজ্ঞাপন

সেঞ্চুরির সুবাস পাওয়া রিশভ পন্তকে গুড লেংথের বলে পরাস্ত করেন মেহেদি হাসান মিরাজ। ৯৩ রানের মাথায় পন্ত মিরাজকে এগিয়ে এসে পুশ করতে চেয়েছিলেন কিন্তু বল ব্যাটে নিতে পারেননি। সহজেই স্ট্যাম্পিং করেছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। ১০৪ বলে ৯৩ রান করতে পন্ত চার মেরেছেন ৭টি, ছক্কা ৫টি।

পন্ত-শ্রেয়াস জুটি ভাঙার পর ভারতীয়দের রীতিমতো নাকাল করেছেন সাকিব আল হাসান। বাঁহাতি স্পিনে একে একে শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনকে ফেরান বাংলাদেশী অধিনায়ক। সাতে নামা অক্ষর প্যাটেলকে বেশ নড়বড়ে মনে হচ্ছিল। সাকিবকে ছক্কা মেরে হয়তো প্রেশার রিলিজ হতে চেয়েছিলেন! কিন্তু ব্যর্থ হয়েছেন। লং অনে ক্যাচ দিয়েছেন ৪ রান করা অক্ষার।

খানিক বাদি সেঞ্চুরির  সুবাস পাওয়া শ্রেয়াস বড় ভুলটা করেছেন। সাকিবের লাইনে থাকা বলকে সুইপ করতে গিয়ে মিস করেছেন। ১০৫ বলে ১০টি চার দুটি ছয়ে ৮৭ রানের মাথায় আউট হয়েছেন শ্রেয়াস। এর কিছুক্ষণ পর রবিচন্দ্রন অশ্বিনকে হালকা টার্নে পরাস্ত করেন সাকিব। পেছনের পায়ে খেলতে গিয়ে মিস করেছেন ভারতীয় স্পিনার। এলবিডব্লিউ হয়েছেন ১২ রান করে।

বিজ্ঞাপন

ভারতের দশ এবং এগারো নম্বর ব্যাটার উমেশ যাদব, মোহাম্মদ সিরাজরা সাকিব-তাইজুলের বিপক্ষে দাঁড়াতেই পারেননি। ১২ রান করা উমেশকে ফিরিয়েছেন তাইজুল। সিরাজকে ফেরান সাকিব। ৩১৪ রানের মাথায় গুটিয়ে যায় ভারত।

সাকিব ১৯.৩ ওভারে ৭৯ রান দিয়ে চার উইকেট নিয়েছেন। তাইজুল ২৫ ওভারে ৭৪ রান দিয়ে নিয়েছেন চার উইকেট। বাকি দুই উইকেট মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামের।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর