৩৩ রানে ৪ উইকেট তুলে নিয়ে ভারতকে টেনে ধরেছে বাংলাদেশ
২৩ ডিসেম্বর ২০২২ ১৬:২৪ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৬:২৬
ঢাকা টেস্টে বাংলাদেশের ২২৭ রানের জবাব দিতে নেমে আজ টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত এগুচ্ছিল ভারত। মিডল অর্ডারে দুই তরুণ শ্রেয়াস আয়ার ও রিশভ পন্ত যেভাবে ব্যাটিং করছিলেন মনে হচ্ছিল বড় লিডই পেতে যাচ্ছেন সফরকারীরা। তবে মাত্র ৩৩ রানের ব্যবধানে চার উইকেট তুলে নিয়ে ভারতের লাগাম ভালোভাবেই টেনে ধরেছে বাংলাদেশ।
পন্ত-শ্রেয়াসের দাপটে আজ টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে মাত্র একটি উইকেট হারিয়ে ২৫ ওভারে ৫.৬০ গড়ে ১৪০ রান তুলেছে ভারত। ৪ উইকেটে ২২৬ রান তুলে দ্বিতীয় সেশন শেষ করেছিল ভারত। তবে দিনের তৃতীয় সেশনের শুরু থেকেই ভারতীয়দের চেপে ধরে বাংলাদেশ। ২৮৬ রানের মাথায় ভারতের অষ্টম উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।
সেঞ্চুরির সুবাস পাওয়া রিশভ পন্তকে গুড লেংথের বলে পরাস্ত করেছেন মেহেদি হাসান মিরাজ। ৯৩ রানে থাকা পন্ত মিরাজকে এগিয়ে এসে পুশ করতে চেয়ে মিস করেছেন। সহজেই স্ট্যাম্পিং করেছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। ১০৪ বলে ৯৩ রান করতে পন্ত চার মেরেছেন ৭টি, ছক্কা ৫টি।
পন্ত-শ্রেয়াস জুটি ভাঙার পর ভারতীয়দের রীতিমতো নাকাল করেছেন সাকিব আল হাসান। বাঁহাতি স্পিনে একে একে শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনকে ফেরান বাংলাদেশী অধিনায়ক। অক্ষার প্যাটেল সাতে নেমে বেশ নড়বড়ে ছিলেন। বাংলাদেশি স্পিন ঠিকভাবে সামলাতে পারছিলেন না। সাকিবকে ছক্কা মেরে হয়তো প্রেশার রিলিজ হতে চেয়েছিলেন! কিন্তু ব্যর্থ হয়েছেন। লং অনে ক্যাচ দিয়েছেন ৪ রান করা অক্ষার।
খানিক বাদি সাকিবকে সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন শ্রেয়াস আয়ার। শ্রেয়াসও সেঞ্চুরির সুবাস পাচ্ছিলেন। ফেরার আগে ১০৫ বল খেলে ৮৭ রান করেন ভারতীয় তরুণ। এর কিছুক্ষণ পরই ১২ রান করা রবিচন্দ্রন অশ্বিনকে ফেরান সাকিব।
সারাবাংলা/এসএইচএস