Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলি বিদায়ের পর দ্বিতীয় সেশনে ভারতের রাজত্ব

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২২ ১৪:৩২ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৫:৪৮

ভারতের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা ছিল বাংলাদেশের। ভারতের তিন উইকেট তুলে নেন বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। দ্বিতীয় সেশনের শুরুতেও সেই গতিটা অব্যাহত থাকল। দুর্দান্ত এক ডেলিভারিতে বিরাট কোহলিকে ফেরান তাসকিন আহমেদ। তবে তারপর যেন খেই হারিয়ে ফেলল বাংলাদেশ!

হতশ্রী ফিল্ডিংয়ে একের পর এক ক্যাচ মিস, অন্য দিকে সেই সুযোগে ভারতের দুই তরুণ রিশভ পন্ত ও শ্রেয়াস আয়ারের দারুণ ব্যাটিং। দুই মিলিয়ে ঢাকা টেস্টে বেশ শক্ত অবস্থানে ভারত।

বিজ্ঞাপন

৪ উইকেটে ২২৬ রান তুলে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষ করেছে ভারত। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল ২২৭ রানে। অর্থাৎ আর মাত্র ১ রানে পিছিয়ে ভারত। দ্বিতীয় সেশন শেষে ভারতের হয়ে ৮৯ বলে ৮৬ করে অপরাজিত রিশভ পন্ত। ৬৮ বলে ৫৮ রানে অপরাজিত শ্রেয়াস আয়ার। বাংলাদেশী ফিল্ডারদের পিচ্ছিল হাতের কল্যাণে ‘জীবন’ পাওয়া দুজনই দ্রুত গতিতে রান তুলতে চেয়েছেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ উইকেটে ৮৬ রানে টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শুরু করা ভারত বিরাট কোহলিকে হারায় দলীয় ৯৪ রানে। তাসকিন আহমেদের অফস্ট্যাম্পের বাইরে বাক খাওয়া দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে ৭৩ বলে ২৪ রান করেন কোহলি।

তারপর ছয়ে নামা শ্রেয়াস আয়ার ক্রিজে এসে শুরুতে বেশ নড়বড়ে ছিলেন। অপরপ্রান্তে ক্যাচ তুলে দিয়েছিলেন রিশভ পন্তও। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ব্যক্তিগত ১৯ রানের মাথায় তাসকিনের বলে ক্যাচ তুলেনিলেন শ্রেয়াস। কিন্তু গালিতে লাফিয়ে উঠে বলে হাত লাগালেও ক্যাচ নিতে পারেননি মিরাজ।

বিজ্ঞাপন

ব্যক্তিগত ২১ রানের মাথায় সাকিব আল হাসানের বলে পরাস্ত হয়ে সহজ স্টাম্পিং হতে পারতেন। কিন্তু  উইকেটরক্ষক নুরুল হাসান সোহান সহজ সুযোগ মিস করেছেন। পরের ‘জীবন’ পেয়েছেন রিশভ পন্ত। ব্যক্তিগত ৫৯ রানের মাথায় লং অনে ক্যাচ তুলেছিলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার। মুশফিকুর রহিম বলে হাত ছোয়ালেও ক্যাচ রাখতে পারেননি।

বারবার ‘জীবন’ পেয়ে পাল্টা আক্রমণে ভারতের রান তড় তড় করে বাড়িয়ে নিয়েছেন দুজন। ৬৮ বলে ৫৮ রান করতে শ্রেয়াস চার মেরেছেন ৬টি, ছক্কা ২টি। অপরপ্রান্তে রিষভ পন্ত আরও ভয়ঙ্কর হয়ে উঠতে চেয়েছেন। ৮৯ বলে ৮৬ রান করেছেন ৬টি চার ৫টি ছয়ের সাহায্যে।

দ্বিতীয় দিনে এর আগের গল্পটা তাইজুল ইসলামের। দিনের শুরুতেই ভারতকে জোড়া ধাক্কা দেন তাইজুল। বিনা উইকেটে ১৯ রান নিয়ে দিনের খেলা শুরু করা ভারতকে প্রথম আঘাত দেন দলীয় ২৭ রানের মাথায়। লোকেশ রাহুলের বিপক্ষে লেগ স্ট্যাম্পে বল ফেলে হালকা টার্ন করেছিলেন অফের দিকে। এগিয়ে এসে খেলতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক।

প্যাডে লাগলে আম্পায়ার প্রথমে আউট দেননি। পরে রিভিউ নিয়ে রাহুলের উইকেট পেয়েছেন তাইজুল। নিজের পরের ওভারেই ফেরান ভারতের অপর ওপেনার শুভমান গিলকেও। তাইজুলের মিডল স্ট্যাম্পে থাকা বলে সুইপ খেলতে চেয়েছিলেন গিল। ব্যাটে বলের সংযোগ ঘটাতে পারেনি।

আম্পায়ার সঙ্গে সঙ্গে আউট দিলে পরে রিভিউও নেননি ২০ রান করা ভারতের তরুণ ওপেনার। পরপর দুই ওপেনারকে ফেরানো ভারতের হয়ে  তারপর হাল ধরেছিলেন দলের সেরা দুই ব্যাটার চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলি। দুজনের প্রতিরোধ চিড় ধরান তাইজুল।

দলীয় ৭২ রানের মাথায় দারুণ এক বলে চেতেশ্বর পুজারাকে ক্যাচ তুলে দিতে বাধ্য করেছেন। শর্ট লেগে দাঁড়িয়ে মুমিনুল হক ক্যাচটাও নিয়েছেন দুর্দান্ত। ৫৫ বলে ২ চারের সাহায্যে ২৪ রান করে ফিরেছেন পুজারা। খানিক বাদে দিনের প্রথম সেশনের খেলা শেষ হয়।

সারাবাংলা/এসএইচএস

তাইজুল ইসলাম বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২ বিরাট কোহলি রিশভ পন্ত লোকেশ রাহুল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর