Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ জিতে কত টাকা পেল আর্জেন্টিনা, ফ্রান্সই বা কত পেল

স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২২ ১২:৩১ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ ১২:৪৩

শ্বাসরুদ্ধকর ফাইনাল শেষে কাল বিশ্বজয়ের উল্লাস করল আর্জেন্টিনা। টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ ব্যবধানে হারিয়ে স্বপ্নের বিশ্বকাপ জিতে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ৩৬ বছর পর পাওয়া এই বিশ্বজয়ের আনন্দে নিশ্চয় দ্রুত শেষ হবে না আর্জেন্টিনার। বিশ্বকাপ জিতে মোটা অঙ্কের প্রাইজমানিও পাচ্ছে আর্জেন্টিনা।

১৮ ক্যারেট সোনার ৬.১৭ কেজি ওজনের ট্রফির পাশাপাশি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল হিসেবে ৪২ মিলিয়ন মার্কিন ডলারের চেক পাচ্ছে আর্জেন্টিনা। বাংলাদেশি টাকায় যার পরিমান প্রায় ৪৪০ কোটি টাকা।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত লড়াই করে ফাইনালে হেরে বিশ্বকাপে রানার্সআপ হওয়া ফ্রান্সও খুব কম অর্থ পাচ্ছে না। রানার্সআপরা পাচ্ছেন ৩০ মিলিয়ন ডলার। অর্থাৎ প্রায় ৩১৪ কোটি টাকা। তৃতীয় হওয়া ক্রোয়েশিয়া পারে ২৭ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ২৮৩ কোটি টাকা।

বিশ্বকাপে অংশ নেওয়া সব দলই কম বেশি প্রাইজমানি পাচ্ছে। চতুর্থ হওয়া মরক্কো পাবে ২৫ মিলিয়ন ডলার। বা প্রায় ২৬২ কোটি টাকা। ব্রাজিলসহ কোয়ার্টার ফাইনালে পরাজিত চার দল পাবে ১৭ মিলিয়ন ডলার করে। অর্থাৎ প্রায় ১৭৮ কোটি টাকা।

শেষ ষোলোতে বাদ পরা আট দল পাবে ১৩ মিলিয়ন ডলার বা প্রায় ১৩৬ কোটি টাকা করে। আর গ্রুপ পর্ব থেকেই বাদ পরা দলগুলো পাবে ৯ মিলিয়ন ডলার করে অর্থাৎ প্রায় ৯৪ কোটি টাকা।

সারাবাংলা/এসএইচএস

আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ ২০২২ লিওনেল মেসি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর